Puja Parikrama : থিমের দুর্গোৎসবে মাতলেন নেদারল্যান্ডসের প্রবাসী বাঙালিরা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 15, 2021, 12:41 PM IST

গত পাঁচ বছর নেদারল্যান্ডসের আমস্টারডামে প্রবাসী বাঙালিদের সংগঠন আনন্দধারা দুর্গাপুজোর আয়োজন করে আসছে ৷ এবছরও আয়োজন জারি রয়েছে ৷ চারদিন ধরে ডাচ ও বাঙালিরা মিলে-মিশে চণ্ডীপাঠ ও মন্ত্র উচ্চারণ করে ধুমধাম করে পুজো করেন ৷ থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও ৷ পুজোর কয়েকদিন নাচ-গান, খাওয়া-দাওয়া নিয়ে এলাহী আয়োজন ৷ কলকাতা ও শহরতলীর দুর্গাপুজোর স্বাদ মেটাতেই বিদেশের মাটিতে এই দুর্গাপুজোর ব্যবস্থা । প্রতি বছর কলকাতার মতোই নেদারল্যান্ডসেও থিমের পুজো হয় । এবছর তাদের থিম মধ্যযুগীয় ক্যাসেল ৷ তবে মূর্তি সাবেকি ৷ আনন্দধারার পক্ষে উদ্যোক্তা পৃথা ভট্টাচার্য বলেন, "করোনা বিধি মেনেই এই পুজোর আয়োজন করা হয়েছে । ভ্যাকসিনের শংসাপত্র না দেখে পুজো মণ্ডপে ঢোকার অনুমতি নেই ৷ চারদিন উপাচার মেনেই পুজো হয় ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.