Jitendra Tiwari on Babul Supriya : ‘সব দলের গান গাওয়ার জন্য এজেন্সি খুলুন’, বাবুলকে কটাক্ষ জিতেন্দ্রর - বাবুলকে কটাক্ষ জিতেন্দ্রর
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি ত্রিপুরায় বাবুল সুপ্রিয়র সামনেই ‘বিজেপির জন্য গাওয়া বাবুলের গান’ বাজানোয় বিতর্ক চরমে । বাবুল সুপ্রিয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তৃণমূলের জন্য আরও ভালো গান তিনি তৈরি করবেন । এরপরেই ফের বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ।