কার্ফু ভেঙে রাস্তায়, তরুণী স্বাস্থ্যকর্মীকে টানাহ্যাঁচড়া পুলিশের - স্বাস্থ্যকর্মীর সঙ্গে টানা হ্যাঁচড়া পুলিশের
🎬 Watch Now: Feature Video
বিশাখাপটনমে পুলিশের সঙ্গে স্বাস্থ্যকর্মীর টানা হ্যাঁচড়া ৷ অ্যাপোলো হাসপাতালের কর্মী লক্ষ্মী অপর্ণার অপরাধ তিনি কার্ফু চলাকালীন পথে বেরিয়েছিলেন ৷ সেই কারণে দু‘জন মহিলা পুলিশ তাঁকে জরিমানা করে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু থানায় যেতে চাননি অপর্ণা ৷ ফলে রাস্তার উপরে পুলিশের সঙ্গে টানাহ্যাঁচড়া শুরু হয় ৷ অপর্ণা বলেছেন, স্বাস্থ্যকর্মী হওয়ায় কার্ফু চলাকালীন পথে বেরোনোর অনুমতি রয়েছে তাঁর ৷ কিন্তু পুলিশের এমন ব্যবহারে যথেষ্ট আঘাত পেয়েছেন ৷ অপর্ণা ও তাঁর এক বন্ধুর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশের কাজে বাধা ও মহিলা হোমগার্ডকে জখম করার অভিযোগ রয়েছে তাঁর উপর ৷ জানিয়েছেন বিশাখাপটনম পূর্বের এসিপি হর্ষিথ চন্দ্র ৷