Himachal Pradesh Landslide : হিমাচল প্রদেশের রামপুরে জাতীয় সড়কে ভয়ঙ্কর ধস - হিমাচল প্রদেশের রামপুরে জাতীয় সড়কে ভয়ঙ্কর ধস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 6, 2021, 1:43 PM IST

হিমাচল প্রদেশে ফের ভয়ঙ্কর ধস ৷ রামপুরে জুড়ির কাছে 5 নম্বর জাতীয় সড়কে (NH 5) ব্যাপক ধস নামল ৷ হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে । এই ঘটনার পর ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়া (National Highways Authority of India- NHAI) জাতীয় সড়ক বন্ধ রেখে পুনরুদ্ধারের কাজ শুরু করেছে ৷ বর্ষায় কিন্নর জেলায় ধসের ঘটনা ঘটেই চলেছে ৷ এর আগে বাটসেরি ও নিগুলসারিতে ধসের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন । নিগুলসারির কাছে পাহাড় ভেঙে ধস নামায় 20 জনের বেশি মানুষ প্রাণ হারান । বেশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করতে হয়েছিল ৷ সোমবার ফের অনেকটা তেমনই ধস নামল ৷ ভূমিধসের একটি ভিডিয়ো ইটিভি ভারতের হাতে এসেছে ৷ দেখুন সেই ভয়ঙ্কর ঘটনা ৷ প্রশাসনের তরফে পাহাড়ি এলাকা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.