ডিডিসি : তিনটি আসন নিয়ে খাতা খুলল পদ্ম শিবির - কাশ্মীরে তিনটি আসনে জয় বিজেপির
🎬 Watch Now: Feature Video
জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের (ডিডিসি) নির্বাচনে কাশ্মীরের তিনটি আসনে জিতেছে বিজেপি । জম্মু বিভাগে গেরুয়া শিবির পেয়েছে 73টি আসন । জম্মুতে এই ফল আশানুরূপ, তবে কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি-র মতো আঞ্চলিক হেভিওয়েট দলের প্রতিদ্বন্দ্বিতা করে এই প্রথম কাশ্মীরের কোনও আসন থেকে নির্বাচনে জিতেছে বিজেপি । ইটিভি ভারতের জম্মু-কাশ্মীরের নিউজ় কো-অর্ডিনেটর খুরশিদ ওয়ানি-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন প্রবীণ সাংবাদিক জালিল রাঠৌড় ।