বন্যার জল থেকে উদ্ধার 55টি বাঁদর - Davanagere
🎬 Watch Now: Feature Video
বন্যার জলে আটকে পড়েছিল তারা ৷ তাদের উদ্ধারে এগিয়ে আসে বনদপ্তর ও দমকলকর্মীরা ৷ তারা বাঁদর ৷ এই চিত্র ধরা পড়ল হরিহরার রাজনহালি এলাকায় ৷ জলের মধ্যে দড়ি দিয়ে দুটি গাছের মধ্যে সেতু তৈরি করা হয় ৷ সেই সেতু দিয়েই প্রায় 55টি বাঁদর পার হয় ৷