নির্ভয়াকাণ্ড : একনজরে ঘটনা প্রবাহ - nirbhaya gang rape case
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5631854-thumbnail-3x2-nirbhaya.jpg)
সাতবছরের প্রতীক্ষার অবসান ৷ ফাঁসির সাজা কার্যকর হচ্ছে নির্ভয়াকাণ্ডের চার দোষী মুকেশ, বিনয় শর্মা, অক্ষয় সিং ও পবন গুপ্তার ৷ 22 জানুয়ারি, সকাল সাতটায় ফাঁসি হবে মুকেশ, বিনয় শর্মা, অক্ষয় সিং ও পবন গুপ্তার ৷ আজ এই নির্দেশ দেয় দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট ৷