"দেবভূমি"-তে মহাত্মা গান্ধির হাতে লাগানো অহিংসার প্রতীক : ভিডিয়ো - "দেবভূমি"-তে মহাত্মা গান্ধির হাতে লাগানো অহিংসার প্রতীক : ভিডিয়ো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 20, 2019, 5:24 PM IST

মহাত্মা গান্ধির অহিংসা নীতি দেশজুড়ে মানুষকে প্রভাবিত করেছে ৷ যদিও উত্তরাখণ্ডে অনেক মন্দির ও তীর্থস্থান থাকায় এই স্থানটিই শান্তির "দেবভূমি" নামে পরিচিত ৷ স্বাধীনতা আন্দোলনের সময় মোহনদাস করমচাঁদ গান্ধি এখানে বৃক্ষরোপণ করেন ৷ একারণেও জায়গাটি ঐতিহাসিক গুরুত্ব পায় ৷ গান্ধি 17 অক্টোবর, 1929 সালে দেরাদুনের সাহনসাই আশ্রমে একটি পিপল গাছের চারা লাগিয়েছিলেন ৷ 87 বছর ধরে গাছটি স্বাধীনতা সংগ্রামের জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে ৷ শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামই নয়, গাছটি স্বাধীনতা পরবর্তী উন্নয়নেরও সাক্ষী ৷ যদিও বর্তমানে সেই ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন গাছটিকে দেখভালের কেউ নেই ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.