প্রাণের ঝুঁকি নিয়ে কাশ্মীরে 9টি মর্টার শেল নিষ্ক্রিয় ভারতীয় সেনার
🎬 Watch Now: Feature Video
কাশ্মীরের পুঞ্চ সেক্টরে 9টি 120 মিলিমিটার মর্টার শেল নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা । পুঞ্চের সান্দোত, বোসোনি ও বালাকোট গ্রাম থেকে এই মর্টারগুলি উদ্ধার করে সেনা । কয়েকদিন আগেই বিদেশমন্ত্রকের তরফে তথ্য দিয়ে জানানো হয়েছিল, চলতি বছরে পাকিস্তান বিনা প্ররোচনায় 2050-এর বেশিবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ পাকিস্তানের তরফ থেকে উড়ে আসা মর্টারের আঘাতে এবছর প্রাণ হারিয়েছেন 21 জন সাধারণ মানুষ । পাকিস্তানকে সীমান্তপারে গোলাবর্ষণ থেকে বিরত থাকতেও বলেছিল ভারত । তবে পাকিস্তান তাতে কর্ণপাত করেনি । অবশ্য পাকিস্তানের সমস্ত চেষ্টাকে বিফল করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় সেনা । ভিডিয়োতে দেখে নিন তারই এক উদাহরণ ...