জলের তলায় গোপালগঞ্জ, শিশুকে কাঁধে নিয়ে রাস্তা পারাপার ETV-র সাংবাদিকের
🎬 Watch Now: Feature Video
বিহারের গোপালগঞ্জ জেলার বন্যার খবর করতে গিয়েছিলেন ETV ভারতের রিপোর্টার অতলবিহারী পাণ্ডে ৷ কিন্তু জেলার বিষ্ণুপুরা গ্রামের পরিস্থিতি দেখে হতবাক তিনি ৷ রাস্তা ঘাট পুরোপুরি জলের তলায় ৷ সেখানেই একটি বাচ্চাকে কাঁধে করে রাস্তা পারাপার করতে সাহায্য করলেন অতলবিহারী পাণ্ডে ৷ লাগাতার ভারী বৃষ্টি । এর জেরে বন্যায় বিহারের পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, সীতামারি, শেহওর, সুপল, কিষাণগঞ্জ, দ্বারভাঙা, মুজ়ফ্ফরপুর, খগরিয়া এবং গোপালগঞ্জ সহ 14 টি জেলা ক্ষতিগ্রস্ত ৷ তবে এর মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের একাধিক এলাকা ৷ মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী এ রাজ্যে এ পর্যন্ত গড় বৃষ্টিপাতের পরিমাণ 22 মিলিমিটার । স্বাভাবিকের থেকে যা 89 শতাংশ বেশি ৷ এখনও পর্যন্ত প্রায় 40 লাখ মানুষ বন্যার কবলে ৷