আট বছর আগের আতঙ্ক ফিরল উত্তরাখণ্ডে - চামোলিতে ধস
🎬 Watch Now: Feature Video
2013 সাল । সে দিন জলের তোড়ে স্বপ্ন ভঙ্গ হয়েছিল হাজার হাজার মানুষের । পাহাড়ের কোল বেয়ে নেমে আসা জলের তোড়ে প্রাণ গিয়েছিল বহু মানুষের। বসতি হারিয়ে পথে বসেছিলেন অগুনিত । আট বছরের সেই করুণ স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াচ্ছিল উত্তরাখণ্ড । কিন্তু, তখনই উন্মত্ত নদী ফনা তুলল । আতঙ্ক যেন ফিরে এল দেবনগরীতে । জলের তোড়ে উড়ে গেল বাধা । ধৌলিগঙ্গার বাঁধ যে তাসের ঘর ।