গান্ধির রোপিত চারাগাছ আজ ভারতের গণতন্ত্রের মতোই মহীরুহ - lucknow
🎬 Watch Now: Feature Video
মোহনদাস করমচাঁদ গান্ধি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন । তিনি একটি চিন্তাধারা । এই চিন্তাধারা অনুসরণ করেই ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল ভারত । গান্ধির পথে চলেই ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল । সত্যাগ্রহ ভারতবাসীর মধ্যে আত্মবিশ্বাসের বীজ বপন করেছিল । সাহস যুগিয়েছিল "ভারত ছাড়ো" স্লোগান তোলার । সেই গান্ধিবাদ, সেই চিন্তাধারা আজও ভারতবাসীদের এক সূত্রে গেঁথে রেখেছে ।