Farm Laws Repeal : আইন প্রত্যাহারের ঘোষণায় সিঙ্ঘু-টিকরি বর্ডারে মিষ্টি বিতরণ কৃষকদের - নরেন্দ্র মোদি
🎬 Watch Now: Feature Video
সকাল থেকে উৎসবের মেজাজ সিঙ্ঘু-টিকরি বর্ডারে ৷ চলছে নিজেদের মধ্যে মিষ্টি-জিলিপি বিতরণ ৷ পাশাপাশি চলছে বাজি পোড়ানো ৷ প্রকাশ করা হচ্ছে উচ্ছ্বাস ৷ শুক্রবার সকালেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তারই প্রতিক্রিয়ায় খুশির হাওয়া বইছে আন্দোলনকারী কৃষকদের মধ্যে ৷ তবে এমএসপি নিয়ে নির্দিষ্ট কোনও ঘোষণা না হওয়ায় তার মধ্যেই খানিক শ্লেষ শোনা গেল কারওর কারওর গলায় ৷