"বড় সাফল্য", দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ভেহিকলের সফল উৎক্ষেপণ - ড. আব্দুল কালাম লঞ্চ কমপ্লেক্স
🎬 Watch Now: Feature Video
দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলের সফল উৎক্ষেপণ করল DRDO । সোমবার ওড়িশা উপকূলের হুইলার দ্বীপের ড. আবদুল কালাম লঞ্চ কমপ্লেক্স থেকে সকাল 11টা বেজে 3 মিনিটে এই উৎক্ষেপণটি হয়৷ এটি মিজ়াইল ও ব়্যাডারের মতো বিশেষ ধরনের প্রতিরক্ষা সরঞ্জামের লঞ্চার তথা ভেহিকেল (পরিবাহক) ৷ যার পোশাকি নাম হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেশন ভেহিকেল ৷ DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । তিনি বলেন, "এটা বড় সাফল্য । বিজ্ঞানীদের জন্য দেশ গর্বিত ।"
Last Updated : Sep 7, 2020, 5:22 PM IST