কোরোনা সতর্কতায় দেশজুড়ে প্রচারে নামছে BJP - কোরোনা সতর্কতা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6450867-468-6450867-1584515850259.jpg)
কোরোনা সতর্কতায় এবার দেশজুড়ে প্রচারে নামতে চলেছেন BJP কর্মীরা ৷ আজ BJP-র সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা জানান, দেশের প্রত্যেক রাজ্যে ছোটো ছোটো দল করে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারে নামবেন দলীয় কর্মীরা ৷ প্রধানমন্ত্রী SAARC বৈঠকে যেমনটা জানিয়েছেন, আতঙ্কিত হলে চলবে না। তবে সতর্ক থাকতে হবে৷ স্বচ্ছতার দিকে নজর দিতে হবে৷"