Bengal Civic Polls 2022 : দুবরাজপুরে ছাপ্পা ভোটের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল-সিপিএম সংঘর্ষ - Bengal Civic Polls 2022
🎬 Watch Now: Feature Video
দুবরাজপুরে বুথ দখল করাকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিআইএম এর মধ্যে সংঘর্ষ ৷ অভিযোগ দুবরাজপুর পৌরসভার 3নং ওয়ার্ডের 190 ও 191নং বুথে দরজা বন্ধ করে ছাপ্পা শুরু করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা (Clash Between TMC-CPIM in Dubrajpur Over Booth Capture and Rigging) ৷ সেই সময় বৃষ্টি পড়ছিল ৷ অভিযোগ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ পাল্টা সিপিআইএম এর কর্মীরাও হামলা চালায় ৷ দু’পক্ষের মধ্যে লাঠি, বাঁশ নিয়ে চলে মারামারি ৷ সঙ্গে ইটবৃষ্টি চলতে থাকে ৷ খবর পেয়ে বিশালবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এই ঘটনায় দু’পক্ষের প্রায় 10 জন আহত হয়েছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Bengal Civic Polls 2022