Shatrughan on Rampurhat Massacre : রামপুরহাট-কাণ্ড নিয়ে বিজেপি ও রাজ্যপালকে আক্রমণ শত্রুঘ্ন সিনহার - Asansol TMC Candidate Shatrughan Sinha Attacks BJP and Bengal Governor Jagdeep Dhankhar
🎬 Watch Now: Feature Video
রামপুরহাট-কাণ্ডের (Rampurhat Massacre) চরম নিন্দার পাশাপাশি বিজেপি ও রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুললেন আসানসোল উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Asansol TMC Candidate Shatrughan Sinha Attacks BJP and Bengal Governor Jagdeep Dhankhar) । বুধবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা কমিউনিটি হলে কর্মিসভা থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপুরহাটের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘‘এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ৷ তবে সঠিক কি ঘটেছে তা জানা নেই, পুরোটাই তদন্তের বিষয় ।’’ রামপুরহাটে কেন্দ্রীয় প্রতিনিধিদল আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিজেপি রাজনীতি করে, বিজেপির 'প্রোপাগান্ডা মেশিনারি' চলে, বিজেপির আইটি সেলে প্রচার চলে ।’’ রাজ্যপাল প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘রাজ্যপাল কী কারণে বক্তব্য দেন তা দুনিয়া জানে ৷ আমাকে আর আলাদা করে বলতে হবে না ।’’
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST