Anirban Bhattacharya on Tiktiki: টিকটিকির ট্রেলার লঞ্চে সোজাসাপটা ধ্রুব-অনির্বাণ - টিকটিকিতে অনির্বাণ ভট্টাচার্য
🎬 Watch Now: Feature Video
হইচইয়ের শততম ওয়েব অরিজিনালস টিকটিকি (Hoichoi originals) ৷ ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya in Tiktiki)। মঞ্চে বহুবার এই গল্প দর্শকদের সামনে এসেছে ৷ এ বার টিকটিকি আসছে পর্দায় ৷ মুক্তি পেল তার ট্রেলার (Tiktiki Trailer Release) ৷ ট্রেলার মুক্তির অনুষ্ঠানে পৌঁছে যায় ইটিভি ভারত ৷ এই ছবি নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST