PM Awas Yojana: আবাস যোজনা নিয়ে ক্ষোভ ! 5 ঘণ্টা ধরে তালা বন্ধ পঞ্চায়েত প্রধান - আবাস যোজনা
🎬 Watch Now: Feature Video
আবাস যোজনা নিয়ে ক্ষোভের আঁচ যেন কিছুতেই থামছে না। আজও পুরুলিয়া জেলার একাধিক পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে দেন আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে বঞ্চিত থাকা মানুষ । বাঘমুন্ডি ব্লকের সিন্দরী গ্রাম পঞ্চায়েতে প্রধান-সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীদের তালা বন্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে টামনা থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। অন্য দিকে, ওই ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান-সহ অন্যান্য কর্মীদের তালা বন্ধ করে বাইরে বিক্ষোভ দেখান ওই এলাকায় আবাস যোজনা প্রকল্পে ঠাঁই না-পাওয়া স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, অনৈতিকভাবে যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে । ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন বিডিও অনিরুদ্ধ ঘোষ ও পুলিশ আধিকারিকরা । যদিও এবিষয়ে প্রতিক্রিয়া নিতে পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) আদিত্য বিক্রম হিরানিকে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST