TMC Leader Joins CPIM : দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিপিএমে যোগ তৃণমূলের বুথ সভাপতির - তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান
🎬 Watch Now: Feature Video
উলট পুরাণ ! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করলেন শোভান আলি নামে ঘাসফুল শিবিরের এক নেতা (TMC Leader from Daspur Joins CPIM) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর-2 ব্লকের বিষ্ণুপুরে ৷ শোভান আলির দাবি, তিনি 1998 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (TMC Chief Mamata Banerjee) দলের সঙ্গে যুক্ত ৷ বর্তমানে বিষ্ণুপুরের বুথ সভাপতি ৷ কিন্তু দাসপুর-2 পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ কওসর আলির দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে বারবার হেনস্তা করা হচ্ছে ৷ সেই কারণে তিনি তৃণমূল (TMC) ছাড়লেন ৷ যোগ দিলেন সিপিএমে ৷ যদিও কওসর আলি অভিযোগ অস্বীকার করেছেন ৷ অন্যদিকে সিপিএমের (CPIM) দাবি, তৃণমূল ও বিজেপির (BJP) আঁতাত ক্রমশ স্পষ্ট হচ্ছে, সেই কারণেই ঘাসফুলের নেতারাও সিপিএমে যোগ দিচ্ছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST