Erosion of Ganges: গত বছরের আতঙ্ক উস্কে ফের শুরু গঙ্গা ভাঙন, সামসেরগঞ্জে তলিয়ে গেল বাড়ি - তলিয়ে গেল বাড়ি
🎬 Watch Now: Feature Video
গত বছরের স্মৃতি উস্কে ফের মুর্শিদাবাদের সামসেরগঞ্জে (Samserganj) ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে (Erosion of Ganges) । প্রতাপগঞ্জের পর এবার সামসেরগঞ্জের শিবপুরে গঙ্গা ভাঙন শুরু হয়েছে । ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে একটি বাড়ি (house collapsed) । বুধবার সকাল থেকে ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় । নিজ জিনিসপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । বিড়ি বেঁধে এবং রাজমিস্ত্রির কাজ করে গড়ে তোলা বাড়ি এখন গঙ্গার হাত থেকে রক্ষা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । নদীতে শেষ সম্বলটুকু হারিয়ে যাওয়ার আগে বাড়ির বড়দের সঙ্গে ইট কিংবা সামগ্রী টানতে হাত লাগিয়েছে শিশুরাও । এমনই মর্মস্পর্শী দৃশ্য চোখে পড়ছে শিবপুরে । এখনও পর্যন্ত কোনও প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনের কেউ না আসায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST