thumbnail

Heat Wave in Durgapur : দুর্গাপুর পুড়ছে প্রবল তাপে, অলিখিত কার্ফু শহরজুড়ে

By

Published : Apr 26, 2022, 3:36 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

দক্ষিণবঙ্গের যে সাত জেলায় আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে, তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান (Heat Wave in Durgapur Temperature crosses 42 degrees)। সপ্তাহের দ্বিতীয় দিনে বেলা 11টাতেই দুর্গাপুরের তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়েছে । প্রবল তাপের জেরে শহরজুড়ে অলিখিত কার্ফু জারি হয়েছে । রাস্তাঘাট ফাঁকা, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বেলা গড়াতেই বাড়িমুখো । স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের নাক মুখ ঢেকে বাড়িতে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ছে । ডাব, লস্যি, আইসক্রিম পার্লারে ভীড় চোখে পড়েছে । রাস্তাঘাটে গাড়ি চলাচল করছে, কিন্তু খুবই কম । দুর্গাপুরের বেনাচিতি, চন্ডীদাস, সেন মার্কেট, মামড়া, মুচিপাড়া প্রায় সমস্ত বাজারহাটে একই ছবি । সকাল সকাল ক্রেতারা তাঁদের প্রয়োজন মিটিয়ে ঢুকে পড়ছেন ঘরে । দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই আর তার জেরে বাড়ছে তাপপ্রবাহ । মঙ্গলবার দুপুরে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.