WB TET 2022: পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি, পুলিশকে ধরে কান্নায় ভেঙে পড়লেও দেওয়া হল না টেট!

🎬 Watch Now: Feature Video

thumbnail
টেট পরীক্ষা (WB TET 2022) ঘিরে পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে বিভ্রান্তি ৷ বেলা 11টার মধ্যে যদি কোন পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছতে না-পারে সেক্ষেত্রে পরিস্থিতি বিচার করে পরীক্ষাকেন্দ্রে (Exam centre) তাকে ঢোকার অনুমতি দিতে হবে সেন্টার ইনচার্জকে । এমনটাই নাকি নির্দেশ ছিল পর্ষদের তরফে ৷ তবে সেসব নির্দেশ থাকল খাতায়-কলমেই । মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা) বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে আসতে দেরি হওয়ায় গেট ধরে লুটিয়ে পড়লেন এক পরীক্ষার্থী । দায়িত্ব থাকা পুলিশের পা ধরে তিনি কাকুতি-মিনতি করলেন ৷ তারপরেও মিলল না সাড়া। ঢুকতে দেওয়া হল না তাঁকে ৷ প্রায় 30 মিনিট কান্নাকাটির পর ফিরে যেতে হল পরীক্ষার্থীকে। একই ছবি গড়বেতাতেও। ব্যানার্জিডাঙ্গা হাইস্কুলেও 11টার পরে পরীক্ষা কেন্দ্রে আসায় ঢুকতে দেওয়া হয়নি দু'জন পরীক্ষার্থীকে।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.