Sitrang Effect on Kali Puja: সিত্রাং-এর প্রভাবে ভেঙে পড়ল 'বুর্জ খলিফা' - সিত্রাং এর প্রভাবে ভেঙে পড়ল কালী পুজোর মণ্ডপ
🎬 Watch Now: Feature Video
বৃষ্টি না-হলেও ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang)-এর প্রভাবে সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আর তাতেই সোমবার দুপুরে দিনহাটা-2 নম্বর ব্লকের মহাকালহাট এলাকায় ভেঙে পড়ল কালীপুজোর মণ্ডপ (Sitrang Effect on Kali Puja)। স্থানীয় দয়ারসাগর ক্লাব ও পাঠাগার কমিটি প্রায় সাত লক্ষ টাকা বাজেটে তৈরি করেছিল বুর্জ খলিফার (Burj Khalifa) আদলে এই মণ্ডপটি। সেটি ভেঙে পড়ায় মাথায় হাত পুজো কমিটির। পুজো কমিটির সম্পাদক তন্ময় বর্মন জানান, এ বছর 25তম বর্ষ। বামনহাটের এক ডেকরেটার এই মণ্ডপ তৈরি করছিল ৷ হঠাৎই ভেঙে পড়া মণ্ডপ আগামিকালের মধ্যে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST