Chaitali Tiwari: গাঁড়ুই নদী সংস্কারে বড়সড় দুর্নীতির অভিযোগ বিজেপি কাউন্সিলর চৈতালীর - Asansol Municipal Corporation
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15662604-15-15662604-1656238823624.jpg)
গত বছরের ভয়াবহ বন্যা পরিস্থিতির পর পৌরনিগম ভোটের আগে প্রত্যেক দলের ইস্যু ছিল গাঁড়ুই নদীর সংস্কার । আসানসোল পৌরনিগমের(Asansol Municipal Corporation) বর্তমান পৌর বোর্ডের দায়িত্ব নিয়েই নদী সংস্কারে উদ্যোগী হয় প্রশাসন । বোর্ড মিটিংয়ে 50 লক্ষ টাকা গাঁড়ুই নদীর সংস্কারের জন্য মঞ্জুর করা হয়েছিল । এ বার তা নিয়ে প্রশ্ন তুললেন আসানসোল পৌরনিগমের বিরোধী দলনেত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি (BJP councilor Chaitali Tiwari alleges corruption in Garui river work)। যদি বর্তমান পৌরবোর্ড টাকার হিসাব দিতে না পারে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি কাউন্সিলর । যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আসানসোল পৌরনিগমের কর্তারা ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST