Family Serves 379 Food Items: প্রায় 400 পদ ! রাজকীয় 'জামাই আদর' - 379 types of food items served to son in law

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 17, 2023, 12:48 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

এই না হলে জামাই আদর !  379 রকমের পদ পরিবেশন করে নতুন জামাইকে আপ্যায়ণ করলেন শ্বশুরবাড়ির লোকজন (379 types of food items served to son in law) ৷ নিশ্চয় ভাবছেন কোথায় এতরকম পদ পরিবেশন করা হল জামাইকে !  এমনটাই ঘটেছে অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলায় ৷ স্থানীয় ভাষায় একেই বলে গোদারোল্লু (Godarollu) অর্থাৎ আতিথেয়তা ৷ মকর সংক্রন্তির দিন কোনও অতিথি বাড়ি এলে তাদের এই ভাবেই আহ্বান করা চিরাচরিত প্রথা গোদাবরী জেলার ইলুরু (Eluru) অঞ্চলের বাসিন্দাদের ৷ অতিথিদের প্রতি এই অপ্যায়ণ ও ভালোবাসা প্রদর্শনকেই বলে "ভাম্মো গোদারোল্লু" ৷ ইলুরুতে  শ্বশুরবাড়িতে এসে 379 রকমের খাবারের পদ দেখেই  রীতিমতো আঁতকে উঠেছেন নতুন জামাই ৷ ইলুরু শহরের বাসিন্দা ভিমরাও এবং চন্দ্রালিলা ৷ 2022 সালেই বিয়ে হয়েছে তাঁদের মেয়ের ৷ সংক্রান্তি উপলক্ষ্যে শ্বশুর বাড়ি এসেছে মেয়ে-জামাই ৷ আপ্যায়ণে যাতে কোনও খামতি না থাকে তার জন্য তার জন্য 379 রকমের পদ রান্না করা হয় ৷ যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের রকমারি তরকারি, নিম, মিষ্টি, ফল, ঠান্ডা পানীয় ও আচার ৷   

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.