Bengal Civic Polls 2022 : চব্বিশে সন্ত্রাস হলে বুঝে নেব, আসানসোলে প্রচারে এসে হুমকি মদনের - আসানসোলে প্রচারে মদন মিত্র
🎬 Watch Now: Feature Video
শেষবেলার প্রচারে আসানসোলে এসে ঝড় তুললেন তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র । আসানসোল পৌরনিগমের 70 নম্বর ওয়ার্ডের প্রার্থী অশোক রুদ্রের প্রচারে এসে হেঁটে মিছিল করেন ৷ বার্নপুরের এবি টাইপ এলাকা-সহ পার্শ্ববর্তী এলাকায় হেঁটে মিছিল করেন (Madan Mitra campaigning in Burnpur) । তাঁকে দেখার জন্য ভিড় জমান স্থানীয়রা ৷ নেতার সঙ্গে সেলফি তোলার জন্য তৃণমূল কর্মীদের হুটোপুটিও দেখা যায় ৷ বিজেপি নেতারা নির্বাচনে সন্ত্রাসের আশঙ্কা করছেন ৷ সেই প্রসঙ্গে মদন বলেন, "সন্ত্রাস এখন হবে না । চব্বিশে ওরা করবে তো ? লাঠিসোটা নিয়ে এসে, যোগি-ত্যাগীকে নিয়ে এসে । তখন হবে । তখন যদি আমাকে কেউ তরোয়াল চালায় তাহলে তো আমি তরোয়াল খাব না । সন্ত্রাসটা এখন জমা রাখুন, ওটা চব্বিশে বুঝে নেব ৷"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST