Fire Breaks Out Train: দিল্লিগামী ট্রেনে আগুন, তবে হতাহতের খবর নেই
🎬 Watch Now: Feature Video
সাহারানপুর-দিল্লিগামী একটি ট্রেনে আগুন লাগে আজ বেলার দিকে (Fire Breaks Out Train) ৷ ট্রেনের ইঞ্জিন এবং দু‘টি বগিতে আগুন লক্ষ্য করেন যাত্রীরা ৷ আগুন যাতে ট্রেনের বাকি অংশে না ছড়িয়ে পরে সেজন্য ইঞ্জিন এবং ট্রেনের আগুন লাগা অংশটিকে বাকি বগির থেকে আলাদা করে দেওয়া হয় ৷ এরপর যাত্রীরাই বগিটিকে সরিয়ে নিয়ে যায় ৷ আগুন লাগার ঘটনাটি ঘটে মেরুটের কাছে দাউরালা স্টেশনে ৷ রেলের ট্রাফিক ইন্সপেক্টর ওয়াইকে ঝা বলেন, "আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷" ট্রেনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Fire Breaks Out Train