Kiara Reaches Jaisalmer: বিয়ের জন্য জয়সলমের পৌঁছে গেলেন হবু-বধূ কিয়ারা - জয়সলমীর পৌঁছে গেলেন হবু বধু কিয়ারা আদবানি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 4, 2023, 4:16 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খবর এবং তার প্রতি মুহূর্তের আপডেট পেতে উৎসুক নেটাগরিকরা ৷ সূত্রের খবর, প্রাক-বিবাহের অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী কাল থেকে ৷ তার আগে শনিবার জয়সলমের পৌঁছে গেলেন হবু-বধূ কিয়ারা আদবানি ৷ বিমানবন্দরে ফটোগ্রাফারদের হাতে বন্দি হলেন তিনি ৷ বেশ কয়েকবছরের সম্পর্কের পর 6 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন সিড-কিয়ারা জুটি ৷ জয়সলমের শহর থেকে প্রায় 20 কিমি দূরে সুম রোডে অবস্থিত সূর্যগড় প্রাসাদে বিবাহ-বন্ধনে বাঁধা পড়বেন এই তারকা জুটি ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সেলেব জুটির বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা প্রায় দেড়শো ৷ তাঁদের মধ্য়ে থাকছেন করণ জোহর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, সলমন খানের মতো বলিউডের একাধিক পরিচিত মুখ ৷ বলিউডের প্রিয় মেহেন্দি আর্টিস্ট বীনা নাগদাও ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছেন জয়সলমেরে ৷ এদিন কিয়ারার সঙ্গে ছিলেন বিখ্য়াত ফ্য়াশন ডিজাইনার মনীশ মালহোত্রা ৷ এদিন কিয়ারার পরণে ছিল সাদা পোশাক, তার উপর জড়ানো গোলাপি শাল ৷ মুম্বই থেকে বিশেষ বিমানে এদিন জয়সলমের পৌঁছলেন কিয়ারা ও তাঁর ঘনিষ্ঠরা (Kiara Advani reaches Jaisalmer for wedding) ৷ 

Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.