Bombs recovered in Nadia : ফের বোমা উদ্ধার নদিয়া - BOMBS RECOVERED IN NADIA
🎬 Watch Now: Feature Video
ফের বোমা উদ্ধার নদিয়ায় (Bombs recovered in Nadia) ৷ চাপড়া থানার সীমানগর এলাকার একটি জঙ্গলের ফাঁকা জায়গায় 33টি বোমা উদ্ধার হয় ৷ বৃহস্পতিবার বোমাগুলি নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াডের কর্মীরা। রামপুরহাটের বগটুই গ্রামে আগুনে পুড়িয়ে গণহত্যার ঘটনার পর রাজ্যের প্রত্যেকটি জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তৎপর হয় প্রত্যেকটি জেলার থানা এবং পুলিশ আধিকারিকরা ৷ প্রতিদিনই অভিযান চালিয়ে একের পর এক উদ্ধার হচ্ছে বোমা। এদিন চাপড়া থানার বিভিন্ন এলাকা থেকে 33টি বোমা উদ্ধার করে পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST