Baul Songs in Book Fair : বইমেলায় এসে বাউল গানে মাতোয়ারা বাঙালি - Baul Songs in 45 International Kolkata Book fair
🎬 Watch Now: Feature Video
'৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র 'তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ' স্টলের একেবারে গা ঘেষে বসেছে বাউল গানের আসর (Baul Songs in 45 International Kolkata Book fair)। বইমেলায় বই কেনার পাশাপাশি এই আসরেও শ্রোতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো । কেউ মেলাচ্ছিলেন সুরে সুর, কেউবা করতালি, কেউ আবার দোলাচ্ছিলেন কোমর । বই মেলা তো শুধু বইয়ের মেলা নয় বাঙালি সংস্কৃতির মেলবন্ধনও বটে ৷ সেটাই আরও একবার সামনে উঠে এল এদিন ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST