Asn Councillor's Oath : কাগজ উল্টো ধরেই শপথ কাউন্সিলরের ! - কাউন্সিলরের উল্টো শপথ
🎬 Watch Now: Feature Video
আসানসোল রবীন্দ্রভবনে ছিল জয়ী কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান (The Councillor's Oath)। সেই অনুষ্ঠানে বাধল বিপত্তি । সারি দিয়ে দাঁড়িয়ে কাউন্সিলররা ৷ জেলাশাসক এস অরুণ প্রসাদ শপথ বাক্য পাঠ করাচ্ছেন । সেইসময়ই দেখা গেল, আসানসোল পৌরনিগমের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার উষা পাসওয়ান শপথগ্রহণপত্র উল্টোভাবে ধরেই পাঠ করছেন ! তা দেখতে পেয়ে তড়িঘড়ি এক পৌর আধিকারিক কাগজটি সোজা করে ধরিয়ে দেন । যদিও এই বিষয়ে কাউন্সিলর বা পৌরকর্তারা কিছু বলতে চাননি ।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST