ETV Bharat / sukhibhava

Travel for Durga Puja: পাহাড় ভালোবাসেন ? তাহলে এবার পুজোয় আপনার গন্তব্য হোক দার্জিলিং কিংবা সিকিম

এই পুজোয় পাহাড় যদি আপনার পর্যটনের ডেস্টিনেশন হয়ে থাকে ৷ তাহলে সাবধান ৷ পাহাড় বা বরফ দেখার স্বপ্ন থেকে বাদ দিন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড ৷ প্রবল বৃষ্টিতে এই দুই জায়গা বিপর্যস্ত ৷ আগামী দু'মাস নয়, স্বমহিমায় পর্যটনপ্রিয় এই জায়গা ফিরতে লেগে যাবে প্রায় একবছর ৷ তাই পকেট ফ্রেন্ডলি বাজেটে ঘরের কাছে দার্জিলিংয়ের অফবিট জায়গা হতে পারে এবারের পুজোয় আপনার ডেস্টিনেশন ৷

Travel Destinations
এবার পুজোয় পাহাড়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 4:01 AM IST

Updated : Aug 26, 2023, 4:18 PM IST

হায়দরাবাদ, 25 অগস্ট: পুজোর সময় কলকাতার ভিড় যেমন অনেককে আকৃষ্ট করে আবার অনেকেই আছেন, পুজোর ক'টা দিন পরিবার বা বন্ধুদের সঙ্গে বেড়িয়ে পড়েন ব্যাগ গুছিয়ে ৷ কেউ বেছে নেন জঙ্গল, কেউবা সমুদ্র আবার কেউ বেছে নেন পাহাড় ৷ আপনি কী তাঁদের দলে ? পাহাড় কী আপনার প্রথম পছন্দ? তোড়জোড় শুরু করে দিয়েছেন টিকিট কাটার জন্য? তাহলে একটু থামুন ৷ সময় নিন ৷ বেড়াতে যাওয়ার তালিকায় থেকে এই বছর বাদ দিন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশকে ৷

Travel Destinations
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর

তবে পাহাড় যদি আপনাকেই টানে, তাহলে যেতে পারেন দার্জিলিং, নৈনিতাল, উটি, সিকিম, শিলং, তাওয়াং কিংবা জম্মু ও কাশ্মীর ৷ পকেট ফ্রেন্ডলি জায়গায় ঘুরতে চাইলে একমাত্র দার্জিলিং হতে পারে আপনার 'ডিয়ার ডেস্টিনেশন' ৷ তবে যদি ভাবেন শৈলশহর একবার ঘোরা হয়ে গিয়েছে ৷ আবার কেন যাব ? তাহলে আপনাদের জ্ঞানার্থে জানিয়ে রাখি, দার্জিলিং-এ এখন অনেক ছোট ছোট অফবিট ডেস্টিনেশন তৈরি হয়েছে, যা কম খরচ ও কম সময়ে সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে মেলামেশা করা যায় ৷ একান্তে সময় কাটানোর আদর্শ জায়গা হতে পারে 5 হাজার 500 ফুট উঁচুতে অবস্থিত পানবুদারায় ৷ হোম স্টে-র পাশাপাশি রয়েছে ক্যাম্পিংয়ের সুবিধাও ৷ এছাড়াও রয়েছে ধোত্রে, তাকদা ও তিনচুলে ৷ রয়েছে পাবং, বিদ্যাং ভ্যালি, রিকিসুম, গীতখোলা, বড়ামানঝিন ৷ শিলিগুড়ি নেমে এই প্রতিটা জায়গায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন প্রাণ ভরে ৷ সিকিমে লাচেন, লাচুন, দারাপ, কালুক, রংপো, ইয়মথাম উপত্যকা, পেলিং, সাংয়ের-এর মতো মনোরম জায়গাও বেছে নিতে পারেন আপনার প্রিয় গন্তব্য হিসাবে ৷

চলতি বছর বর্ষায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশ ৷ একাধিক জায়গায় ভূমি ধসের কারণে প্রাণ হারিয়েছেন বহু ৷ সম্পত্তির ক্ষয়ক্ষতিও একাধিক ৷ পাশাপাশি হড়পা বানে ভেসে গিয়েছে বাড়ি, গাড়ি, গৃহপালিত পশু-সহ আরও অনেক কিছু ৷ ভয়ঙ্কর সেই সেই ছবি বা ভিডিয়ো ঘুরে বেড়িয়েছে সোশাল মিডিয়ায় ৷ যা দেখে শিউরে উঠেছেন সকলেই ৷ দু'দিন আগেই হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছিলেন, প্রায় 10 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ সবকিছু স্বাভাবিক হতে লেগে যাবে প্রায় একবছর ৷

আরও পড়ুন: দার্জিলিঙে ধস নেমে 1 জনের মৃত্যু, কালিম্পঙে তিস্তার জলস্তর বেড়ে বিপদ

সেই আতঙ্ক এখনও অব্যাহত ৷ বৃহস্পতিবারও বিপর্যয় মোকাবিলা বাহিনী হিমাচলের মান্ডি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে আটকে পড়া 51 জনকে উদ্ধার করেছে ৷ অন্যদিকে, মৌসম ভবন আবারও হলুদ সতর্কতা জারি করেছে ৷ অগস্টের শেষদিক থেকে পরিস্থিতি উন্নতির আশা করা হচ্ছে ৷ অন্যদিকে, এই পরিস্থিতিতেও পর্যটক টানতে বিভিন্ন লজ ও হোটেল 50 শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে ৷ হিমাচল টুরিজ্যম 15 সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড়ের ঘোষণা করেছে ৷ তবুও বর্তমান পরিস্থিতিতে পর্যটক প্রিয় মানুষদের মন কাড়তে পারছে না হিমাচল ও উত্তরাখণ্ড ৷

হায়দরাবাদ, 25 অগস্ট: পুজোর সময় কলকাতার ভিড় যেমন অনেককে আকৃষ্ট করে আবার অনেকেই আছেন, পুজোর ক'টা দিন পরিবার বা বন্ধুদের সঙ্গে বেড়িয়ে পড়েন ব্যাগ গুছিয়ে ৷ কেউ বেছে নেন জঙ্গল, কেউবা সমুদ্র আবার কেউ বেছে নেন পাহাড় ৷ আপনি কী তাঁদের দলে ? পাহাড় কী আপনার প্রথম পছন্দ? তোড়জোড় শুরু করে দিয়েছেন টিকিট কাটার জন্য? তাহলে একটু থামুন ৷ সময় নিন ৷ বেড়াতে যাওয়ার তালিকায় থেকে এই বছর বাদ দিন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশকে ৷

Travel Destinations
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর

তবে পাহাড় যদি আপনাকেই টানে, তাহলে যেতে পারেন দার্জিলিং, নৈনিতাল, উটি, সিকিম, শিলং, তাওয়াং কিংবা জম্মু ও কাশ্মীর ৷ পকেট ফ্রেন্ডলি জায়গায় ঘুরতে চাইলে একমাত্র দার্জিলিং হতে পারে আপনার 'ডিয়ার ডেস্টিনেশন' ৷ তবে যদি ভাবেন শৈলশহর একবার ঘোরা হয়ে গিয়েছে ৷ আবার কেন যাব ? তাহলে আপনাদের জ্ঞানার্থে জানিয়ে রাখি, দার্জিলিং-এ এখন অনেক ছোট ছোট অফবিট ডেস্টিনেশন তৈরি হয়েছে, যা কম খরচ ও কম সময়ে সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে মেলামেশা করা যায় ৷ একান্তে সময় কাটানোর আদর্শ জায়গা হতে পারে 5 হাজার 500 ফুট উঁচুতে অবস্থিত পানবুদারায় ৷ হোম স্টে-র পাশাপাশি রয়েছে ক্যাম্পিংয়ের সুবিধাও ৷ এছাড়াও রয়েছে ধোত্রে, তাকদা ও তিনচুলে ৷ রয়েছে পাবং, বিদ্যাং ভ্যালি, রিকিসুম, গীতখোলা, বড়ামানঝিন ৷ শিলিগুড়ি নেমে এই প্রতিটা জায়গায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন প্রাণ ভরে ৷ সিকিমে লাচেন, লাচুন, দারাপ, কালুক, রংপো, ইয়মথাম উপত্যকা, পেলিং, সাংয়ের-এর মতো মনোরম জায়গাও বেছে নিতে পারেন আপনার প্রিয় গন্তব্য হিসাবে ৷

চলতি বছর বর্ষায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশ ৷ একাধিক জায়গায় ভূমি ধসের কারণে প্রাণ হারিয়েছেন বহু ৷ সম্পত্তির ক্ষয়ক্ষতিও একাধিক ৷ পাশাপাশি হড়পা বানে ভেসে গিয়েছে বাড়ি, গাড়ি, গৃহপালিত পশু-সহ আরও অনেক কিছু ৷ ভয়ঙ্কর সেই সেই ছবি বা ভিডিয়ো ঘুরে বেড়িয়েছে সোশাল মিডিয়ায় ৷ যা দেখে শিউরে উঠেছেন সকলেই ৷ দু'দিন আগেই হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছিলেন, প্রায় 10 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ সবকিছু স্বাভাবিক হতে লেগে যাবে প্রায় একবছর ৷

আরও পড়ুন: দার্জিলিঙে ধস নেমে 1 জনের মৃত্যু, কালিম্পঙে তিস্তার জলস্তর বেড়ে বিপদ

সেই আতঙ্ক এখনও অব্যাহত ৷ বৃহস্পতিবারও বিপর্যয় মোকাবিলা বাহিনী হিমাচলের মান্ডি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে আটকে পড়া 51 জনকে উদ্ধার করেছে ৷ অন্যদিকে, মৌসম ভবন আবারও হলুদ সতর্কতা জারি করেছে ৷ অগস্টের শেষদিক থেকে পরিস্থিতি উন্নতির আশা করা হচ্ছে ৷ অন্যদিকে, এই পরিস্থিতিতেও পর্যটক টানতে বিভিন্ন লজ ও হোটেল 50 শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে ৷ হিমাচল টুরিজ্যম 15 সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড়ের ঘোষণা করেছে ৷ তবুও বর্তমান পরিস্থিতিতে পর্যটক প্রিয় মানুষদের মন কাড়তে পারছে না হিমাচল ও উত্তরাখণ্ড ৷

Last Updated : Aug 26, 2023, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.