ETV Bharat / sukhibhava

ঝামেলা ছাড়াই স্ন্যাক্সে ঝটপট বানিয়ে নিতে পারেন চিকেন মিটবল - quickly make chicken meat balls

Recipe: বিকেলের স্ন্য়াক্সে কিংবা অতিথি আপ্যায়নেও ঝটপট স্ন্যাক্সে কি তৈরি করা যায় তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন । তাই আপনাদের জন্য রইল চিকেন মিটবলের রেসিপি ।

Recipe
ঝামেলা ছাড়াই স্নাক্সে ঝটপট বানিয়ে নিতে পারেন চিকেন মিট বলস
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 1:04 PM IST

হায়দরাবাদ: বাঙালির খাদ্যতালিকায় বরাবরই মাছ-মাংসের স্থান সবার উপরে । সন্ধ্যের মজাদার স্ন্যাক্সের কথা বললেই মনে পড়ে চা, পকোড়া জাতীয় মুখোরোচক খাবারের নাম । কিন্তু এই একঘেয়ে খাবারের বদলে আজ একটি নতুন স্ন্যাক্সের নতুন রেসিপি চিকেন মিটবল ৷ জিভে জল আনা রেসিপির সন্ধান দিলেন কন্টেন্ট ক্রিয়েটর অর্পিতা দাস ৷

বেশিরভাগ সময় চিকেন বল আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি । এবার সহজে বাড়িতেই বানিয়ে নিন ৷ বিকেলের স্ন্যাক্সে কিংবা অতিথি আপ্যায়নেও ঝটপট স্ন্যাক্সে কি তৈরি করা যায় তা নিয়ে অনেকেই থাকেন চিন্তিত । তাই আপনাদের জন্য সবচেয়ে সহজ স্ন্যাক্সের রেসিপি 'চিকেন মিটবলস'। অতিরিক্ত ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই বল । বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন মজাদার এই বল । চিকেন বল বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেক পছন্দ করে থাকে । শুধু বিকেলের টিফিন হিসেবেই নয়, দুপুর বা রাতের খাবারের সঙ্গেও পরিবেশন করতে পারেন এই মজার আইটেমটি । চলুন জেনে নেওয়া যাক, চিকেন মিটবল বানানোর সহজ রেসিপিটি ৷

জেনে নিন, চিকেন মিটবল তৈরির রেসিপি ৷

উপকরণ:

  • চিকেন: 250 গ্রাম
  • পেঁয়াজপাতা: 4 চামচ
  • ধনেপাতা: 2 চামচ
  • কাঁচালঙ্কা: 1 চামচ
  • লঙ্কা গুঁড়ো: 1 চামচ
  • নুন: 1 চা চামচ
  • সয়া সস: 1 চামচ
  • লেবুর রস: 2 চামচ
  • ব্রেডক্রাম্ব: 2 চামচ
  • পারমেসান চিস: 2 চামচ
  • সাদাতেল: 1 চামচ
  • মাখন: 1 চামচ
  • চাট মশলা: হাফ চা চামচ ৷

পদ্ধতি:

মাংসের সঙ্গে সাদা তেল বাদে সব উপকরণ মিশিয়ে মিটবলের আকারে বল বানিয়ে নিন । তারপর একটা স্কিওআরে ঢুকিয়ে মিডিয়াম টু হাই হিট এ 15-20 মিনিট ঢেকে রান্না করে শেষে উপর থেকে মাখন ব্রাশ করে চাট মশলা ছড়িয়ে দিলেই তৈরি চিকেন মিটবল ।

আরও পড়ুন:

হায়দরাবাদ: বাঙালির খাদ্যতালিকায় বরাবরই মাছ-মাংসের স্থান সবার উপরে । সন্ধ্যের মজাদার স্ন্যাক্সের কথা বললেই মনে পড়ে চা, পকোড়া জাতীয় মুখোরোচক খাবারের নাম । কিন্তু এই একঘেয়ে খাবারের বদলে আজ একটি নতুন স্ন্যাক্সের নতুন রেসিপি চিকেন মিটবল ৷ জিভে জল আনা রেসিপির সন্ধান দিলেন কন্টেন্ট ক্রিয়েটর অর্পিতা দাস ৷

বেশিরভাগ সময় চিকেন বল আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি । এবার সহজে বাড়িতেই বানিয়ে নিন ৷ বিকেলের স্ন্যাক্সে কিংবা অতিথি আপ্যায়নেও ঝটপট স্ন্যাক্সে কি তৈরি করা যায় তা নিয়ে অনেকেই থাকেন চিন্তিত । তাই আপনাদের জন্য সবচেয়ে সহজ স্ন্যাক্সের রেসিপি 'চিকেন মিটবলস'। অতিরিক্ত ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই বল । বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন মজাদার এই বল । চিকেন বল বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেক পছন্দ করে থাকে । শুধু বিকেলের টিফিন হিসেবেই নয়, দুপুর বা রাতের খাবারের সঙ্গেও পরিবেশন করতে পারেন এই মজার আইটেমটি । চলুন জেনে নেওয়া যাক, চিকেন মিটবল বানানোর সহজ রেসিপিটি ৷

জেনে নিন, চিকেন মিটবল তৈরির রেসিপি ৷

উপকরণ:

  • চিকেন: 250 গ্রাম
  • পেঁয়াজপাতা: 4 চামচ
  • ধনেপাতা: 2 চামচ
  • কাঁচালঙ্কা: 1 চামচ
  • লঙ্কা গুঁড়ো: 1 চামচ
  • নুন: 1 চা চামচ
  • সয়া সস: 1 চামচ
  • লেবুর রস: 2 চামচ
  • ব্রেডক্রাম্ব: 2 চামচ
  • পারমেসান চিস: 2 চামচ
  • সাদাতেল: 1 চামচ
  • মাখন: 1 চামচ
  • চাট মশলা: হাফ চা চামচ ৷

পদ্ধতি:

মাংসের সঙ্গে সাদা তেল বাদে সব উপকরণ মিশিয়ে মিটবলের আকারে বল বানিয়ে নিন । তারপর একটা স্কিওআরে ঢুকিয়ে মিডিয়াম টু হাই হিট এ 15-20 মিনিট ঢেকে রান্না করে শেষে উপর থেকে মাখন ব্রাশ করে চাট মশলা ছড়িয়ে দিলেই তৈরি চিকেন মিটবল ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.