হায়দরাবাদ : একদিকে কোভিড অতিমারি আর অন্যদিকে ক্রমশ বেড়ে চলেছে ক্যানসার, হৃদরোগ, হাঁপানির মত দুরারোগ্য় ব্যধিগুলি ৷ আবার একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণও ৷ এবার বিশ্ব স্বাস্থ্য দিবসে নিজেদের সুস্থ রাখতে এবং নিজেদের পৃথিবীকে সুন্দর রাখতে একটি আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ৷ ‘আমাদের গ্রহ, আমাদের স্বাস্থ্য’ নামক এই ক্যাম্পেনটি এখন যে কতখানি জরুরি তা বলাই বাহুল্য ৷ হু-এর অনুমান পৃথিবীতে প্রতি বছর 13 মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয় শুধুমাত্র পরিবেশগত কারণে ৷
বিশ্ব স্বাস্থ্য দিবসের সংক্ষিপ্ত ইতিহাস :
1945 সালের ডিসেম্বরে, ব্রাজিল এবং চিন একটি সর্বব্যাপী এবং স্বাধীন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা গঠনের প্রস্তাব করেছিল । পরবর্তীকালে, 1946 সালের জুলাই মাসে, নিউইয়র্কে প্রস্তাবটি অনুমোদিত হয় এবং 1948 সালের 7 এপ্রিল 61টি দেশ হু নামক এই এনজিও গঠনের জন্য চুক্তিতে স্বাক্ষর করে ৷ প্রথমে 1949 সালে 22 জুলাই বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় ৷ পরে 1950 সালে এই তারিখটি পরিবর্তন করে 7 এপ্রিল করা হয় ৷ কারণ এটাই ছিল হু-এর প্রতিষ্ঠা দিবস ৷
উদ্বেগের কিছু কারণ :
জাতিসংঘের (ইউএন) রিপোর্ট অনুসারে:
- 20 বছরের মধ্যে বিশ্বব্যাপী দারিদ্র্যের মাত্রা এতটা বৃদ্ধি পাবে যা এর আগে কখনও হয়নি ৷ যার ফলে 'সাস্টেনেবল ডেভলেপমেন্ট' বাধা পেতে শুরু করবে ৷
- এমন অনেক দেশ রয়েছে যেখানে প্রায় 60% পর্যন্ত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার কভারেজ নেই ৷
- এই কোভিড অতিমারিতেই বস্তি অঞ্চলে বসবাসকারী 1 বিলিয়নেরও বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৷ যার ফলে সংক্রমণ প্রতিরোধ আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ৷
- বিশ্বের মোট আন্তর্জাতিক অভিবাসীদের 32% অর্থাৎ প্রায় 82.5 মিলিয়ন মানুষ এই মুহূর্তে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে রয়েছেন ৷
- অতিমারির ফলে যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার কারণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রায় 5.9 মিলিয়ন শিশু আর হয়ত স্কুলে ফিরতে পারবে না ৷
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলের 52% মানুষ এখনও ইন্টারনেটের সঙ্গে যুক্ত নয় ৷
হু মনে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে উদ্য়োগ নিতে হবে সকলকেই ৷ জলবায়ুর এই আকস্মিক পরিবর্তন ঠিক কতটা ক্ষতিকর তা কম বেশি জানা রয়েছে সকলেরই (Environmental Change and Health Impact) ৷ একইসঙ্গে হাত পড়তে পারে আপনার পেশার ক্ষেত্রেও ৷ তাই আমাদের এই পৃথিবী এবং মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংসের বিভিন্ন চক্রগুলি ভাঙার জন্য আইনি পদক্ষেপ, কর্পোরেট সংস্কার প্রয়োজন ৷
আরও পড়ুন:গরমে রোগ জ্বালা থেকে মুক্তি পেতে চান ? রইল সহজ কিছু টিপস