হায়দরাবাদ: সুন্দর নখ কে না চায় ! লম্বা সুন্দর নখে রঙ-বেরঙের নেলপলিশ পড়া মেয়েদের চিরকালের শখ । শরীরের অন্যান্য অংশের মত নখেরও বিশেষ যত্নের প্রয়োজন হয় । যদি আপনি নখের সঠিকভাবে যত্ন না নেন, তাহলে সেগুলি শুষ্ক ও দুর্বল হয়ে যায় এবং সহজেই ভেঙে যায় । শীতকালেও হয়ে যায় শুষ্ক ত্বকে নখতে ষত্নে রাখুন ৷ তবে শীতকালে আপনি আপনার ত্বককে কীভাবে যত্নে রাখবেন জেনে নিন, কিছু ঘরোয়া উপায় (Nail Care)৷
1) লেবুর রস- লেবুর রসে থাকে ভিটামিন সি, যা নখের বৃদ্ধিতে ও নখ মজবুত রাখতে সহায়তা করে । যা নখের শুষ্কতাতে রক্ষা করতে সাহায্য করে ৷ এক টুকরো লেবু হাত এবং পায়ের নখে দিনে অন্তত একবার ঘষতে হবে । পাঁচ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে । এতে নখ বাড়বে এবং ব্যাকটেরিয়া মুক্ত থাকবে ।
আরও পড়ুন: শীতকালে বাাড়িতেই বানিয়ে ফেলুন লিপ বাম
2) কমলালেবুর রস- কমলালেবু কোলাজেন উত্পাদনে সাহায্য করে । কোলাজেন নখের বৃদ্ধিতে সাহায্য করে এবং মজবুত করে । কমলালেবুর অ্যান্টি-অক্সিডেন্ট যে কোনও সংক্রমণকে দূরে রাখে । কমলালেবুর রসে প্রায় 10 মিনিট নখ ভিজিয়ে রেখে তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে । শীতকালে এটি রোজ করতে পারেন অন্তত একবার তাহলে উপকার পাওয়া যাবে ৷
![Nail Care](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16888079_wb_oranmghe.jpg)
3) মধু- মধু ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে লড়াই করে নখ এবং কিউটিকলকে পরিপুষ্ট এবং কোমল রাখতে সাহায্য করে । কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে 2 চা চামচ মধু মিশিয়ে নখে ম্যাসাজ করে 15 মিনিট মতো রেখে দিয়ে তারপর ভালো করে ধুয়ে ফেলতে হবে ।
![Nail Care](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16888079_wb_honey.jpg)
4) অলিভ অয়েল- অলিভ অয়েল নখের জন্য ভীষণ ভালো ৷ অলিভ অয়েল রক্ত সঞ্চালন বাড়িয়ে নখের বৃদ্ধিতে সাহায্য করে । অয়েল হালকা গরম করে শোওয়ার আগে নখ এবং কিউটিকলে আলতোভাবে প্রায় পাঁচ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর গ্লাভস দিয়ে হাত ঢেকে রাখতে হবে সারারাত ।
![Nail Care](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16888079_wb_olive.jpg)