ETV Bharat / sukhibhava

অকারণ অশান্তি ! আপনার জুতো জোড়া বোধহয় ঠিক জায়গায় নেই

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 1:08 PM IST

Vastu of Shoe Keeping at Home: বড়রা সবসময়ই বাড়ির বাইরে জুতো খোলার কথা বলে থাকেন ৷ এটি খুব সাধারণ একটা অভ্যাস ৷ কিন্তু জানেন কি এর পিছনে বাস্তুও রয়েছে ৷ আপনি হয়তো জানেন না জুতো বাইরে না খোলার জন্যই আপনার বাড়িতে অশান্তি লেগেই থাকছে ৷

Etv Bharat
জুতো রাখুন বাড়ির বাইরে

হায়দরাবাদ: বেশিরভাগ ভারতীয় বাড়িতে ঘরের বাইরে জুতো খোলার রীতি রয়েছে ৷ প্রায় সকলেই ঘরে ঢোকার আগে তাদের জুতো জোড়া বাইরে খুলে রাখেন ৷ প্রচলিত এই রীতির পিছনে কিছু বাস্তুগত কারণও রয়েছে ৷ তবে বেশিরভাগ লোক বিশ্বাস করেন যে, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে জুতো বাইরে খোলা হয় ৷ আসলে এর পিছনে কিছু জ্যোতিষশাস্ত্রীয় কারণ রয়েছে । যেগুলি শুধু পরিচ্ছন্ন রাখতে নয়, বাড়িতে শান্তি ফেরাতেও মেনে চলতে পারেন ৷

কেন জুতো বা চপ্পল পরে বাড়িতে ঢোকা উচিত নয় ?

  • জ্যোতিষশাস্ত্র এবং হিন্দুধর্ম অনুসারে জুতো বা চপ্পল শনিদেবের সঙ্গে সম্পর্কযুক্ত বলে বিশ্বাস করা হয় । জ্যোতিষশাস্ত্রে এটিও উল্লেখ করা হয়েছে যে, বাড়িতে শনির উপস্থিতি শুভ নাও হতে পারে । শনি ঘর ছেড়ে যাওয়ার সময় সঙ্গে সমস্ত ঝামেলা নিয়ে যায় ৷ যার পিছনে ছেড়ে যায় সুখকে ৷
  • জুতো পরে বাড়িতে প্রবেশ করা শনির আগমনের প্রতীক বলে মনে করা হয় ৷ আর জুতো বাইরে খোলা বা রাখা শনি গ্রহের বাড়ি থেকে চলে যাওয়ার ইঙ্গিত দেয় । তাই বাড়িতে ঢোকার আগে আপনাকে জুতো খুলে ফেলার কথা বলা হয় ৷
    Shoe Vastu
    বাইরেই থাক জুতো জোড়া ...
  • এই বিশ্বাসের পিছনে আরেকটি জ্যোতিষশাস্ত্রীয় কারণ হল শক্তির বিনিময় । যখন আমরা বাইরে যাই, আমরা বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক শক্তির সংস্পর্শে আসি ৷ যখন আমরা বাড়ি ফিরি বা ঘরে ঢুকি তখন সেই শক্তি আমাদের সঙ্গে ঘরে আসে । আর জুতোর মধ্যে দিয়ে তা অতি সহজেই প্রবেশ করতে পারে ৷ বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করলে তা বাড়ি এবং বাড়ির সদস্যদের প্রভাবিত করতে পারে ৷ তাদের সাফল্যে বাধা দিতে পারে ।

তাই বাড়িতে যদি ঝামেলা অশান্তি চলতে থাকে তাহলে খেয়াল রাখুন জুতোজোড়া বাইরে খোলা রয়েছে কি না ৷ পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জীবন সুন্দর করতে বাস্তুর বিষয়টিও মাথায় রাখুন ৷

আরও পড়ুন :

  1. কোন উপহার কতটা উপকারী, না জানলে জীবনে বাড়বে সমস্যা
  2. রাস্তার মোড়ে বা নদীর খুব কাছে বাড়ি কিনলেই বিপদ- জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র ?
  3. স্বামী-স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়া হচ্ছে ! শোওয়ার ঘরে খাটের নিচে এই জিনিসগুলি নেই তো ?

হায়দরাবাদ: বেশিরভাগ ভারতীয় বাড়িতে ঘরের বাইরে জুতো খোলার রীতি রয়েছে ৷ প্রায় সকলেই ঘরে ঢোকার আগে তাদের জুতো জোড়া বাইরে খুলে রাখেন ৷ প্রচলিত এই রীতির পিছনে কিছু বাস্তুগত কারণও রয়েছে ৷ তবে বেশিরভাগ লোক বিশ্বাস করেন যে, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে জুতো বাইরে খোলা হয় ৷ আসলে এর পিছনে কিছু জ্যোতিষশাস্ত্রীয় কারণ রয়েছে । যেগুলি শুধু পরিচ্ছন্ন রাখতে নয়, বাড়িতে শান্তি ফেরাতেও মেনে চলতে পারেন ৷

কেন জুতো বা চপ্পল পরে বাড়িতে ঢোকা উচিত নয় ?

  • জ্যোতিষশাস্ত্র এবং হিন্দুধর্ম অনুসারে জুতো বা চপ্পল শনিদেবের সঙ্গে সম্পর্কযুক্ত বলে বিশ্বাস করা হয় । জ্যোতিষশাস্ত্রে এটিও উল্লেখ করা হয়েছে যে, বাড়িতে শনির উপস্থিতি শুভ নাও হতে পারে । শনি ঘর ছেড়ে যাওয়ার সময় সঙ্গে সমস্ত ঝামেলা নিয়ে যায় ৷ যার পিছনে ছেড়ে যায় সুখকে ৷
  • জুতো পরে বাড়িতে প্রবেশ করা শনির আগমনের প্রতীক বলে মনে করা হয় ৷ আর জুতো বাইরে খোলা বা রাখা শনি গ্রহের বাড়ি থেকে চলে যাওয়ার ইঙ্গিত দেয় । তাই বাড়িতে ঢোকার আগে আপনাকে জুতো খুলে ফেলার কথা বলা হয় ৷
    Shoe Vastu
    বাইরেই থাক জুতো জোড়া ...
  • এই বিশ্বাসের পিছনে আরেকটি জ্যোতিষশাস্ত্রীয় কারণ হল শক্তির বিনিময় । যখন আমরা বাইরে যাই, আমরা বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক শক্তির সংস্পর্শে আসি ৷ যখন আমরা বাড়ি ফিরি বা ঘরে ঢুকি তখন সেই শক্তি আমাদের সঙ্গে ঘরে আসে । আর জুতোর মধ্যে দিয়ে তা অতি সহজেই প্রবেশ করতে পারে ৷ বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করলে তা বাড়ি এবং বাড়ির সদস্যদের প্রভাবিত করতে পারে ৷ তাদের সাফল্যে বাধা দিতে পারে ।

তাই বাড়িতে যদি ঝামেলা অশান্তি চলতে থাকে তাহলে খেয়াল রাখুন জুতোজোড়া বাইরে খোলা রয়েছে কি না ৷ পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জীবন সুন্দর করতে বাস্তুর বিষয়টিও মাথায় রাখুন ৷

আরও পড়ুন :

  1. কোন উপহার কতটা উপকারী, না জানলে জীবনে বাড়বে সমস্যা
  2. রাস্তার মোড়ে বা নদীর খুব কাছে বাড়ি কিনলেই বিপদ- জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র ?
  3. স্বামী-স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়া হচ্ছে ! শোওয়ার ঘরে খাটের নিচে এই জিনিসগুলি নেই তো ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.