ETV Bharat / sukhibhava

Heart Patients: হার্টের রোগীদের কেন ঘুমের সমস্যা হয় ? জেনে নিন বিশদে - মেলাটোনিন

people with heart disease suffer from sleep problems: সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, মস্তিষ্কে হরমোন উৎপাদনে সমস্যার কারণে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ঘুমোতে অসুবিধা হয় ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 23, 2023, 8:42 AM IST

লন্ডন: হৃদরোগ মস্তিষ্কে ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদনকে প্রভাবিত করে ৷ একটি গবেষণা অনুসারে দেখা গিয়েছে কার্ডিয়াক সমস্যাযুক্ত ব্যক্তিদের ঘুমোতে অসুবিধা হওয়ার প্রধান কারণ এটি ৷ হৃদরোগে আক্রান্ত প্রায় এক-তৃতীয়াংশ লোক ঘুমের সমস্যায় ভোগেন বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে রয়েছে স্লিপ অ্যাপনিয়া, অনিদ্রা, সারা রাত জেগে থাকা ও পা বিশ্রাম না পাওয়া সংক্রান্ত বিভিন্ন শারীরিক সমস্যা ৷

জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ের (টিইউএম) একটি দলের নেতৃত্বে করা গবেষণায় দেখা গিয়েছে, হৃদরোগ মস্তিষ্কের ভিতরে অবস্থিত পাইনাল গ্রন্থিতে ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদনকে প্রভাবিত করে ৷ এর ফলে দুটি অঙ্গের মধ্যে সংযুক্ত থাকা ঘাড়ের অঞ্চলে একটি গ্যাংলিয়ন তৈরি হয় ৷ মেলাটোনিন পাইনাল গ্রন্থিতে উৎপাদিত হয় ৷ হৃৎপিণ্ডের মতো এটি স্বায়ত্বশাসিত স্নায়ুতন্ত্রের মাধ্যমে তা নিয়ন্ত্রিত হয় ৷ এটি শরীরের অনিচ্ছাকৃত প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে ৷ এর সঙ্গে সম্পর্কিত স্নায়ুগুলি অন্য স্থানের মধ্যে গ্যাংলিয়াতে উৎপন্ন হয় ৷ হৃৎপিণ্ড এবং পাইনাল গ্রন্থির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল উচ্চতর সার্ভিকাল গ্যাংলিয়ন ৷

গবেষকদের দলের এক অধ্যাপকের কথায়,"আমাদের ফলাফলের স্পষ্ট ধারণা পেতে গ্যাংলিয়নটিকে বৈদ্যুতিক সুইচ বক্স হিসেবে কল্পনা করুন ৷ হৃদরোগের পর ঘুমের ব্যাঘাতে ভুগছেন এমন রোগীর মধ্যে এটি একটি তারের সমস্যা হিসেবে ভাবতে পারেন ৷ যেমন করে সুইচ বক্সে আগুন লেগে যায় এবং তা অন্য তারে ছড়িয়ে পড়ে ৷

মানুষের মধ্যে তুলনামূলক জৈব প্রভাব দেখা গিয়েছে ৷ গবেষকদের দলটি ন'জন হৃদরোগীর পাইনাল গ্রন্থি পরীক্ষা করে ৷ এই বিষয়ে একজন চিকিৎসক বলেন,"প্রাথমিক পর্যায়ে আমরা উচ্চতর সার্ভিকাল গ্যাংলিয়নে ম্যাক্রোফেজগুলিকে ধ্বংস করার জন্য ইঁদুরের শরীরে ওষুধ ব্যবহার করে মেলাটোনিন উৎপাদনকে আসল স্তরে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম ৷"

আরও পড়ুন : আয়োডিনের ঘাটতি মেটাতে লবণ ছাড়াও এই জিনিসগুলি খেতে পারেন

তিনি আরও বলেন, "প্রথমত, এটি এই ঘটনায় গ্যাংলিয়নের ভূমিকা প্রদর্শন করে ৷ দ্বিতীয়ত, এটি আমাদের আশাকে অনুপ্রাণিত করে যে আমরা হৃদরোগে অপূরণীয় ঘুমের ব্যাঘাত রোধ করতে ওষুধ তৈরি করতে পারি ৷" গবেষকরা বিশ্বাস করেন যে, এই গবেষণাটি বিপুল সংখ্যক হৃদরোগীর জন্য নতুন আশা দেখাবে ৷ ঘুমের ব্যাঘাতের জন্য একটি চিকিৎসা পাওয়া যাবে এবং সেই গ্যাংলিয়া একটি ডায়াগনস্টিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ৷

লন্ডন: হৃদরোগ মস্তিষ্কে ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদনকে প্রভাবিত করে ৷ একটি গবেষণা অনুসারে দেখা গিয়েছে কার্ডিয়াক সমস্যাযুক্ত ব্যক্তিদের ঘুমোতে অসুবিধা হওয়ার প্রধান কারণ এটি ৷ হৃদরোগে আক্রান্ত প্রায় এক-তৃতীয়াংশ লোক ঘুমের সমস্যায় ভোগেন বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে রয়েছে স্লিপ অ্যাপনিয়া, অনিদ্রা, সারা রাত জেগে থাকা ও পা বিশ্রাম না পাওয়া সংক্রান্ত বিভিন্ন শারীরিক সমস্যা ৷

জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ের (টিইউএম) একটি দলের নেতৃত্বে করা গবেষণায় দেখা গিয়েছে, হৃদরোগ মস্তিষ্কের ভিতরে অবস্থিত পাইনাল গ্রন্থিতে ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদনকে প্রভাবিত করে ৷ এর ফলে দুটি অঙ্গের মধ্যে সংযুক্ত থাকা ঘাড়ের অঞ্চলে একটি গ্যাংলিয়ন তৈরি হয় ৷ মেলাটোনিন পাইনাল গ্রন্থিতে উৎপাদিত হয় ৷ হৃৎপিণ্ডের মতো এটি স্বায়ত্বশাসিত স্নায়ুতন্ত্রের মাধ্যমে তা নিয়ন্ত্রিত হয় ৷ এটি শরীরের অনিচ্ছাকৃত প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে ৷ এর সঙ্গে সম্পর্কিত স্নায়ুগুলি অন্য স্থানের মধ্যে গ্যাংলিয়াতে উৎপন্ন হয় ৷ হৃৎপিণ্ড এবং পাইনাল গ্রন্থির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল উচ্চতর সার্ভিকাল গ্যাংলিয়ন ৷

গবেষকদের দলের এক অধ্যাপকের কথায়,"আমাদের ফলাফলের স্পষ্ট ধারণা পেতে গ্যাংলিয়নটিকে বৈদ্যুতিক সুইচ বক্স হিসেবে কল্পনা করুন ৷ হৃদরোগের পর ঘুমের ব্যাঘাতে ভুগছেন এমন রোগীর মধ্যে এটি একটি তারের সমস্যা হিসেবে ভাবতে পারেন ৷ যেমন করে সুইচ বক্সে আগুন লেগে যায় এবং তা অন্য তারে ছড়িয়ে পড়ে ৷

মানুষের মধ্যে তুলনামূলক জৈব প্রভাব দেখা গিয়েছে ৷ গবেষকদের দলটি ন'জন হৃদরোগীর পাইনাল গ্রন্থি পরীক্ষা করে ৷ এই বিষয়ে একজন চিকিৎসক বলেন,"প্রাথমিক পর্যায়ে আমরা উচ্চতর সার্ভিকাল গ্যাংলিয়নে ম্যাক্রোফেজগুলিকে ধ্বংস করার জন্য ইঁদুরের শরীরে ওষুধ ব্যবহার করে মেলাটোনিন উৎপাদনকে আসল স্তরে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম ৷"

আরও পড়ুন : আয়োডিনের ঘাটতি মেটাতে লবণ ছাড়াও এই জিনিসগুলি খেতে পারেন

তিনি আরও বলেন, "প্রথমত, এটি এই ঘটনায় গ্যাংলিয়নের ভূমিকা প্রদর্শন করে ৷ দ্বিতীয়ত, এটি আমাদের আশাকে অনুপ্রাণিত করে যে আমরা হৃদরোগে অপূরণীয় ঘুমের ব্যাঘাত রোধ করতে ওষুধ তৈরি করতে পারি ৷" গবেষকরা বিশ্বাস করেন যে, এই গবেষণাটি বিপুল সংখ্যক হৃদরোগীর জন্য নতুন আশা দেখাবে ৷ ঘুমের ব্যাঘাতের জন্য একটি চিকিৎসা পাওয়া যাবে এবং সেই গ্যাংলিয়া একটি ডায়াগনস্টিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.