ETV Bharat / sukhibhava

Travel Beach in August: নির্জন সমুদ্র সৈকতে বেড়াতে যেতে চান, রইল তারই খোঁজ - BEACHES IN AUGUST

সমুদ্রের পাড়ে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে ! নীল সমুদ্র আর নীলাকাশ যেখানে মিলেমিশে একাকার ৷ নির্জন সৈকতে সঙ্গী প্রিয়জন আর জলোচ্ছাস ৷ পরিচিত সমুদ্র সৈকত ছেড়ে তালিকায় জুড়ে নিন নতুন এই বিচগুলি ৷ আর বর্ষা শেষ হতেই করে ফেলুন এক্সপ্লোর ৷

Travel Beach in August
ভার্জিন এই সমুদ্র সৈকত ঘুরে দেখতে পারেন
author img

By

Published : Jul 28, 2023, 7:14 PM IST

হায়দরাবাদ: অগস্টে শেষ হবে বর্ষার মরশুম ৷ এতদিন যাঁরা ঘরবন্দি ছিলেন, সময় এসে গিয়েছে ব্যাগপত্র গুছিয়ে বেড়িয়ে পড়ার ৷ পাহাড়, সমুদ্র বা জঙ্গল প্রকৃতির হাতছানিতে সাড়া দিতে প্রস্তুত ৷ তবে যাঁরা সমুদ্র পছন্দ করেন এই প্রতিবেদন তাঁদের জন্য ৷ সমুদ্র সৈকত বললে মাথায় আসে গোয়া, আন্দামান বা কেরালার সমুদ্র সৈকত ৷ আজ আপনাদের এমন কয়েকটা সমুদ্র সৈকতের সন্ধান দেব, যা সেইভাবে এখনও এক্সপ্লোর হয়নি ৷ তাই ভিড় এড়িয়ে প্রিয়জনের সঙ্গে বা পরিবারের সঙ্গে বেড়িয়ে আসতে পারেন এই সমুদ্র সৈকতগুলি থেকে ৷ রইল তালিকা ৷

Travel Beach in August
নির্জন সৈকতে সঙ্গী প্রিয়জন

কন্ডুরা সমুদ্র সৈকত : কন্ডুরা মহারাষ্ট্রের কঙ্কন উপকূলে একটি ছোট্ট গ্রাম। এর সুন্দর সৈকতে সাদা বালি, পাথুরে উপকূলরেখা এবং কোন্ড নামে একটি ছোট পাহাড়ের উপরে একটি ছোট গুহা রয়েছে। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ পর্যটকদের বারবার আকৃষ্ট করবে ৷ এখানে, প্যারাসেলিং, ডাইভিং এবং সার্ফিংয়ের মতো স্পোর্টসের ব্যবস্থা রয়েছে ।

Travel Beach in August
কন্ডুরা সমুদ্র সৈকত

চেরাই সমুদ্র সৈকত : এই সমুদ্র সৈকত কেরালার কোচি শহরের ভাইপিন দ্বীপের উত্তর দিকে চেরাইতে অবস্থিত। রাজ্যের সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে এটি একটি । আর এখানে বেড়াতে আসলে উপরি পাওনা সমুদ্রে ডলফিনদের আনাগোনা ৷ কোচি শহর থেকে প্রায় 33 কিমি দূরে অবস্থিত এই সমুদ্র সৈকত।

Travel Beach in August
চেরাই সমুদ্র সৈকত

কোলা সমুদ্র সৈকত : এই জায়গা শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপহার দেয় না, পাশাপাশি দেয় শান্ত, নির্জন পরিবেশ ৷ শহুরে কোলাহল থেকে অনেক দূরে যেখানে শান্তি ছাড়া আর কিছুই নেই ৷ এটি দক্ষিণ গোয়ায় অবস্থিত ৷ পাঞ্জিম থেকে এখানে পৌঁছাতে প্রায় দু'ঘণ্টা সময় লাগে । এখানে একটি ছোট উপহ্রদ রয়েছে যেখানে আপনি অনেকটা সময় কাটাতে পারেন ৷ এছাড়াও প্যারাসেলিং, জেট স্কিইং এবং রিঙ্গো রাইডিং-ও ট্রাই করতে পারেন ৷

Travel Beach in August
কোলা সমুদ্র সৈকত

বাঙ্গারাম সমুদ্র সৈকত : বাঙ্গারাম সমুদ্র সৈকত লাক্ষাদ্বীপে অবস্থিত। এই সৈকতকে অনেকে উজ্জ্বল-অন্ধকার সৈকতও বলে ৷ কারণ এখানে সমুদ্র সৈকত অদ্ভুত নীল আলোয় আলোকিত হয় । লাক্ষাদ্বীপের বাঙ্গারাম সমুদ্র সৈকত শৈবাল দিয়ে ঘেরা ৷ আর সেই কারণে জ্বল জ্বল করে ৷ এই দ্বীপে আপনি একবার আসলে, আর ফিরে যেতে ইচ্ছা করবে না ৷

Travel Beach in August
বাঙ্গারাম সমুদ্র সৈকত

মোধভা সমুদ্র সৈকত : মোধভা গুজরাতের মান্ডভির কাছে একটি ছোট মাছ ধরার গ্রাম। সমুদ্র-র পাশাপাশি যাঁরা পাখি দেখতে ভালোবাসেন, এই জায়গাটি অন্যতম ৷ এখানে প্রকৃতির অপরূপ রূপ আপনাকে মুগ্ধ করবে ৷ চেষ্টা করবেন পূর্ণিমার সময় এই জায়গায় বেড়াতে যেতে ৷ তাহলে আরও বেশি ভালো লাগবে ৷

Travel Beach in August
মোধভা সমুদ্র সৈকত

আরও পড়ুন : এই বিষয়গুলো মাথায় না রাখলে বর্ষায় বেড়াতে গেলে বিপদ

হায়দরাবাদ: অগস্টে শেষ হবে বর্ষার মরশুম ৷ এতদিন যাঁরা ঘরবন্দি ছিলেন, সময় এসে গিয়েছে ব্যাগপত্র গুছিয়ে বেড়িয়ে পড়ার ৷ পাহাড়, সমুদ্র বা জঙ্গল প্রকৃতির হাতছানিতে সাড়া দিতে প্রস্তুত ৷ তবে যাঁরা সমুদ্র পছন্দ করেন এই প্রতিবেদন তাঁদের জন্য ৷ সমুদ্র সৈকত বললে মাথায় আসে গোয়া, আন্দামান বা কেরালার সমুদ্র সৈকত ৷ আজ আপনাদের এমন কয়েকটা সমুদ্র সৈকতের সন্ধান দেব, যা সেইভাবে এখনও এক্সপ্লোর হয়নি ৷ তাই ভিড় এড়িয়ে প্রিয়জনের সঙ্গে বা পরিবারের সঙ্গে বেড়িয়ে আসতে পারেন এই সমুদ্র সৈকতগুলি থেকে ৷ রইল তালিকা ৷

Travel Beach in August
নির্জন সৈকতে সঙ্গী প্রিয়জন

কন্ডুরা সমুদ্র সৈকত : কন্ডুরা মহারাষ্ট্রের কঙ্কন উপকূলে একটি ছোট্ট গ্রাম। এর সুন্দর সৈকতে সাদা বালি, পাথুরে উপকূলরেখা এবং কোন্ড নামে একটি ছোট পাহাড়ের উপরে একটি ছোট গুহা রয়েছে। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ পর্যটকদের বারবার আকৃষ্ট করবে ৷ এখানে, প্যারাসেলিং, ডাইভিং এবং সার্ফিংয়ের মতো স্পোর্টসের ব্যবস্থা রয়েছে ।

Travel Beach in August
কন্ডুরা সমুদ্র সৈকত

চেরাই সমুদ্র সৈকত : এই সমুদ্র সৈকত কেরালার কোচি শহরের ভাইপিন দ্বীপের উত্তর দিকে চেরাইতে অবস্থিত। রাজ্যের সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে এটি একটি । আর এখানে বেড়াতে আসলে উপরি পাওনা সমুদ্রে ডলফিনদের আনাগোনা ৷ কোচি শহর থেকে প্রায় 33 কিমি দূরে অবস্থিত এই সমুদ্র সৈকত।

Travel Beach in August
চেরাই সমুদ্র সৈকত

কোলা সমুদ্র সৈকত : এই জায়গা শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপহার দেয় না, পাশাপাশি দেয় শান্ত, নির্জন পরিবেশ ৷ শহুরে কোলাহল থেকে অনেক দূরে যেখানে শান্তি ছাড়া আর কিছুই নেই ৷ এটি দক্ষিণ গোয়ায় অবস্থিত ৷ পাঞ্জিম থেকে এখানে পৌঁছাতে প্রায় দু'ঘণ্টা সময় লাগে । এখানে একটি ছোট উপহ্রদ রয়েছে যেখানে আপনি অনেকটা সময় কাটাতে পারেন ৷ এছাড়াও প্যারাসেলিং, জেট স্কিইং এবং রিঙ্গো রাইডিং-ও ট্রাই করতে পারেন ৷

Travel Beach in August
কোলা সমুদ্র সৈকত

বাঙ্গারাম সমুদ্র সৈকত : বাঙ্গারাম সমুদ্র সৈকত লাক্ষাদ্বীপে অবস্থিত। এই সৈকতকে অনেকে উজ্জ্বল-অন্ধকার সৈকতও বলে ৷ কারণ এখানে সমুদ্র সৈকত অদ্ভুত নীল আলোয় আলোকিত হয় । লাক্ষাদ্বীপের বাঙ্গারাম সমুদ্র সৈকত শৈবাল দিয়ে ঘেরা ৷ আর সেই কারণে জ্বল জ্বল করে ৷ এই দ্বীপে আপনি একবার আসলে, আর ফিরে যেতে ইচ্ছা করবে না ৷

Travel Beach in August
বাঙ্গারাম সমুদ্র সৈকত

মোধভা সমুদ্র সৈকত : মোধভা গুজরাতের মান্ডভির কাছে একটি ছোট মাছ ধরার গ্রাম। সমুদ্র-র পাশাপাশি যাঁরা পাখি দেখতে ভালোবাসেন, এই জায়গাটি অন্যতম ৷ এখানে প্রকৃতির অপরূপ রূপ আপনাকে মুগ্ধ করবে ৷ চেষ্টা করবেন পূর্ণিমার সময় এই জায়গায় বেড়াতে যেতে ৷ তাহলে আরও বেশি ভালো লাগবে ৷

Travel Beach in August
মোধভা সমুদ্র সৈকত

আরও পড়ুন : এই বিষয়গুলো মাথায় না রাখলে বর্ষায় বেড়াতে গেলে বিপদ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.