ETV Bharat / sukhibhava

Vaccine Immunity: ভ্যাকসিন থেকে পাওয়া ইমিউনিটি দীর্ঘস্থায়ী নয়: গবেষণা - ভ্যাকসিন থেকে পাওয়া ইমিউনিটি দীর্ঘস্থায়ী নয় গবেষণা

যাঁরা আগে কোভিড আক্রান্ত হয়েছেন এবং পরে টিকার তিনটি ডোজ নিয়েছেন তাঁরাই ওমিক্রনের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলেছেন (can vaccine prevent covid infection )৷ এমনটাই বলছে গবেষণা ৷ এক্ষেত্রে আরেকটি জিনিস গবেষকদের নজর কেড়েছে যাঁরা ভ্যাকসিন নেননি এবং সার্স-কোভ-2 তে কোনও সময় আক্রান্ত হয়েছিলেন তাঁদের শরীরে ওমিক্রনের সঙ্গে লড়ার জন্য 50 শতাংশ 'ন্যাচারাল ইমিউনিটি' ছিল ৷ এই প্রতিরোধ ক্ষমতা একবছর পর্যন্ত কার্যকর থাকে ৷

Vaccine Immunity
ভ্যাকসিন ইমিউনিটি সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতার চেয়ে অনেক ক্ষনস্থায়ী : গবেষণা
author img

By

Published : Jun 18, 2022, 5:24 PM IST

হায়দরাবাদ : ফাইজারের ওমিক্রন সংক্রান্ত বুস্টার স্টাডির সঙ্গে প্রায় মিলে যাচ্ছে কাতারের ওয়েইল কর্নেল মেডিসিনের গবেষকদের নতুন গবেষণার ফলাফল ৷ এই ফলাফল বলছে বুস্টার যদিও ভাল সুরক্ষা দিতে পারে কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটির কার্যকারিতা সাময়িক (can vaccine prevent covid infection )।

নতুন এই গবেষণাটি চালানো হয় এক লক্ষেরও বেশি ওমিক্রন-সংক্রমিত এবং অ-সংক্রমিত ব্যক্তির উপর ৷ নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এ প্রকাশিত ফলাফলগুলি দেখায় যে যারা ফাইজার ভ্যাকসিনের দুই ডোজ টিকা নিয়েছেন, কিন্তু তাঁদের পূর্বে সংক্রমণের কোনও ইতিহাস নেই, যে তাঁরাও যে ওমিক্রন থেকে সুরক্ষিত তা নয়। টিকার বুস্টার ডোজটি ওমিক্রনের সঙ্গে লড়াইয়ে প্রায় 60 শতাংশ কার্যকরি প্রমাণিত হয়েছে ৷ যদিও বুস্টার ডোজ চালু হয়েছিল ওমিক্রন আসার মাত্র কয়েক সপ্তাহ আগে ৷ এক্ষেত্রে আরেকটি জিনিস গবেষকদের নজর কেড়েছে যাঁরা ভ্যাকসিন নেননি এবং সার্স-কোভ-2 তে কোনও সময় আক্রান্ত হয়েছিলেন তাঁদের শরীরে ওমিক্রনের সঙ্গে লড়ার জন্য 50 শতাংশ 'ন্যাচারাল ইমিউনিটি' ছিল ৷ এই প্রতিরোধ ক্ষমতা একবছর পর্যন্ত কার্যকর থাকে ৷

গবেষকদের মতে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছেন তাঁরা, যাঁরা পূর্বে সার্স-কোভ-2 ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন এবং যাঁদের যে কোন একটি mRNA ভ্যাকসিনের তিনটি ডোজ নেওয়া ছিল ৷ গবেষকদের মতে এঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল প্রায় 80 শতাংশ ৷

আরও পড়ুন : গরমে ডিহাইড্রেশন নিয়ে চিন্তা ? হাইড্রেটেড থাকতে পান করুন এই সাতটি পানীয়

অধ্যাপক ডাঃ লাইথ আবু-রাদ্দাদ বলেছেন, "এই ফলাফলগুলি ওমিক্রনের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষার জন্য পূর্বে সংক্রমণে আক্রান্তদের টিকা দেওয়ার সুবিধাগুলিকে তুলে ধরে ৷" দলটি ওমিক্রনের BA.1 এবং BA.2 এই দু'টি উপ-ভ্যারিয়েন্টের ওপরেও পরীক্ষা চালিয়েছিলেন গবেষকরা ৷ তাতেও এই একই ধরণের ফলাফল মিলেছে ৷

হায়দরাবাদ : ফাইজারের ওমিক্রন সংক্রান্ত বুস্টার স্টাডির সঙ্গে প্রায় মিলে যাচ্ছে কাতারের ওয়েইল কর্নেল মেডিসিনের গবেষকদের নতুন গবেষণার ফলাফল ৷ এই ফলাফল বলছে বুস্টার যদিও ভাল সুরক্ষা দিতে পারে কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটির কার্যকারিতা সাময়িক (can vaccine prevent covid infection )।

নতুন এই গবেষণাটি চালানো হয় এক লক্ষেরও বেশি ওমিক্রন-সংক্রমিত এবং অ-সংক্রমিত ব্যক্তির উপর ৷ নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এ প্রকাশিত ফলাফলগুলি দেখায় যে যারা ফাইজার ভ্যাকসিনের দুই ডোজ টিকা নিয়েছেন, কিন্তু তাঁদের পূর্বে সংক্রমণের কোনও ইতিহাস নেই, যে তাঁরাও যে ওমিক্রন থেকে সুরক্ষিত তা নয়। টিকার বুস্টার ডোজটি ওমিক্রনের সঙ্গে লড়াইয়ে প্রায় 60 শতাংশ কার্যকরি প্রমাণিত হয়েছে ৷ যদিও বুস্টার ডোজ চালু হয়েছিল ওমিক্রন আসার মাত্র কয়েক সপ্তাহ আগে ৷ এক্ষেত্রে আরেকটি জিনিস গবেষকদের নজর কেড়েছে যাঁরা ভ্যাকসিন নেননি এবং সার্স-কোভ-2 তে কোনও সময় আক্রান্ত হয়েছিলেন তাঁদের শরীরে ওমিক্রনের সঙ্গে লড়ার জন্য 50 শতাংশ 'ন্যাচারাল ইমিউনিটি' ছিল ৷ এই প্রতিরোধ ক্ষমতা একবছর পর্যন্ত কার্যকর থাকে ৷

গবেষকদের মতে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছেন তাঁরা, যাঁরা পূর্বে সার্স-কোভ-2 ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন এবং যাঁদের যে কোন একটি mRNA ভ্যাকসিনের তিনটি ডোজ নেওয়া ছিল ৷ গবেষকদের মতে এঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল প্রায় 80 শতাংশ ৷

আরও পড়ুন : গরমে ডিহাইড্রেশন নিয়ে চিন্তা ? হাইড্রেটেড থাকতে পান করুন এই সাতটি পানীয়

অধ্যাপক ডাঃ লাইথ আবু-রাদ্দাদ বলেছেন, "এই ফলাফলগুলি ওমিক্রনের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষার জন্য পূর্বে সংক্রমণে আক্রান্তদের টিকা দেওয়ার সুবিধাগুলিকে তুলে ধরে ৷" দলটি ওমিক্রনের BA.1 এবং BA.2 এই দু'টি উপ-ভ্যারিয়েন্টের ওপরেও পরীক্ষা চালিয়েছিলেন গবেষকরা ৷ তাতেও এই একই ধরণের ফলাফল মিলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.