ETV Bharat / sukhibhava

Skin Care: ত্বকের যত্নে ব্যবহার করুন শশা - ত্বককে সুন্দর রাখতে চান

ত্বককে সুন্দর রাখতে চান ? তাহলে ব্যবহার করুন শশা (Skin Care) ৷

Skin Care News
ত্বকের যত্নে ব্যবহার করুন শশা
author img

By

Published : Nov 19, 2022, 1:26 PM IST

হায়দরাবাদ: শশায় প্রচুর পরিমাণে জল থাকে ৷ শশার উপকারিতা অনেক । তবে শুধুমাত্র শরীর না, ত্বকের জন্যও ভীষণ উপকারী ৷ এখানেই শেষ নয়, শসা ত্বকের জন্য অথবা রূপচর্চার জন্য দারুণ কার্যকরী । আসলে শশায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট । শুধু তা-ই নয়, শসায় থাকে 96 শতাংশ জল, যার ফলে এটি সেনসিটিভ স্কিনের জন্যও একেবারেই নিরাপদ । জেনে নিন শশা ত্বকের জন্য কতটা উপকারী (Skin Care)?

ত্বকের শুষ্কতা দূর করতে বানিয়ে নিন শশার প্যাক । শশার কুচি করে বেটে নিন । তা থেকে রস বের করে ত্বকে লাগান । কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন । রাতে ঘুমানোর আগে একটি বোতলে জল ভরে শশা টুকরো করে রেখে দিন । পরদিন সেই জল দিয়ে দিয়ে ত্বক ধুয়ে ফেলুন । এতে ত্বক হবে উজ্জ্বল ।

ব্রণ কমাতেও শশা কাজে লাগে । ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয়ে যায় এবং তাতে ময়লা জমে থাকে, তা হলে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে । নিয়মিত শশার রস ত্বকে মাখলে তেলতেলে ভাব কমে । মুখও পরিষ্কার থাকে । ফলে নিয়ন্ত্রণে থাকে ব্রণর সমস্যাও । অনেক সময় দেখা যায় চোখের নীচে অনেকেরই কালো দাগ পড়ে । শশার রস নিয়মিত মাখলে এই দাগ দূর হবে ।

ফর্সা হতে কে না চান ? তাহলে নিয়মিত শশার রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে, হাতে ও গায়ে নিয়মিত মাখলে গায়ের রং ফর্সা হয় । অথবা শশা পাতলা পাতলা করে কেটে মুখে ঘসে নিতে পারেন । পরে শুকালে ঠাণ্ডা জলে ধুয়ে নেবেন ।

মুখকে রোদ থেকে বাঁচাতে, মুখের দাগ তুলতে ও ময়লা থেকে যদি রেহাই পেতে চান তবে শশার সাহায্যে একটি ফেসপ্যাক বানিয়ে 25 থেকে 30 মিনিট রেখে প্রথমে গরম জল, পরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে আপনি নিশ্চিন্তে বাইরে বেড়িয়ে আসতে পারেন । এতে ত্বক সারাদিনের জন্যে যেমন চকচকে, মসৃণ ও কোমল থাকবে তেমনি বাইরের নানান জীবাণু থেকে ত্বক রেহাই পাবে ।

আরও পড়ুন: সপ্তাহে মাত্র একবার মধুর ব্যবহার বদলে দেবে অনেক হিসেব

শশা দিয়ে তৈরি বডি লোশন বানাতে বেশি সময়ও লাগে না, আর বানানোর পদ্ধতিও বেশ সহজ । যেমন- অ্যালোভেরা, ভিটামিন-ই এবং কোকোনাট মিল্ক দিয়ে তো বডি লোশেন বাড়িতেই তৈরি করা যায়, আর এক্ষেত্রে স্বাভাবিক জলের পরিবর্তে শশার জল ব্যবহার করলে ত্বকের জন্য সেটা আরও বেশি উপকারী হবে ।

হায়দরাবাদ: শশায় প্রচুর পরিমাণে জল থাকে ৷ শশার উপকারিতা অনেক । তবে শুধুমাত্র শরীর না, ত্বকের জন্যও ভীষণ উপকারী ৷ এখানেই শেষ নয়, শসা ত্বকের জন্য অথবা রূপচর্চার জন্য দারুণ কার্যকরী । আসলে শশায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট । শুধু তা-ই নয়, শসায় থাকে 96 শতাংশ জল, যার ফলে এটি সেনসিটিভ স্কিনের জন্যও একেবারেই নিরাপদ । জেনে নিন শশা ত্বকের জন্য কতটা উপকারী (Skin Care)?

ত্বকের শুষ্কতা দূর করতে বানিয়ে নিন শশার প্যাক । শশার কুচি করে বেটে নিন । তা থেকে রস বের করে ত্বকে লাগান । কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন । রাতে ঘুমানোর আগে একটি বোতলে জল ভরে শশা টুকরো করে রেখে দিন । পরদিন সেই জল দিয়ে দিয়ে ত্বক ধুয়ে ফেলুন । এতে ত্বক হবে উজ্জ্বল ।

ব্রণ কমাতেও শশা কাজে লাগে । ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয়ে যায় এবং তাতে ময়লা জমে থাকে, তা হলে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে । নিয়মিত শশার রস ত্বকে মাখলে তেলতেলে ভাব কমে । মুখও পরিষ্কার থাকে । ফলে নিয়ন্ত্রণে থাকে ব্রণর সমস্যাও । অনেক সময় দেখা যায় চোখের নীচে অনেকেরই কালো দাগ পড়ে । শশার রস নিয়মিত মাখলে এই দাগ দূর হবে ।

ফর্সা হতে কে না চান ? তাহলে নিয়মিত শশার রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে, হাতে ও গায়ে নিয়মিত মাখলে গায়ের রং ফর্সা হয় । অথবা শশা পাতলা পাতলা করে কেটে মুখে ঘসে নিতে পারেন । পরে শুকালে ঠাণ্ডা জলে ধুয়ে নেবেন ।

মুখকে রোদ থেকে বাঁচাতে, মুখের দাগ তুলতে ও ময়লা থেকে যদি রেহাই পেতে চান তবে শশার সাহায্যে একটি ফেসপ্যাক বানিয়ে 25 থেকে 30 মিনিট রেখে প্রথমে গরম জল, পরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে আপনি নিশ্চিন্তে বাইরে বেড়িয়ে আসতে পারেন । এতে ত্বক সারাদিনের জন্যে যেমন চকচকে, মসৃণ ও কোমল থাকবে তেমনি বাইরের নানান জীবাণু থেকে ত্বক রেহাই পাবে ।

আরও পড়ুন: সপ্তাহে মাত্র একবার মধুর ব্যবহার বদলে দেবে অনেক হিসেব

শশা দিয়ে তৈরি বডি লোশন বানাতে বেশি সময়ও লাগে না, আর বানানোর পদ্ধতিও বেশ সহজ । যেমন- অ্যালোভেরা, ভিটামিন-ই এবং কোকোনাট মিল্ক দিয়ে তো বডি লোশেন বাড়িতেই তৈরি করা যায়, আর এক্ষেত্রে স্বাভাবিক জলের পরিবর্তে শশার জল ব্যবহার করলে ত্বকের জন্য সেটা আরও বেশি উপকারী হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.