ETV Bharat / sukhibhava

Skin Care: শুষ্ক ত্বককে বাঁচাতে ব্যবহার করুন মধু - Skin Care

আপনার কী শুষ্ক ত্বক ? ত্বককে বাঁচাতে প্রাকৃতিক উপায়ে মধু ব্যবহার করুন (Skin Care) ৷

Skin Care News
শুষ্ক ত্বককে বাঁচাতে ব্যবহার করুন মধু
author img

By

Published : Oct 28, 2022, 8:43 PM IST

হায়দরাবাদ: অনেকেই আছেন যারা সারাবছর শুষ্ক ত্বকের সমস্যাতে ভোগেন ৷ আর এই শুষ্ক ত্বকের জন্য দরকার পরিচর্যা ৷ এই শুষ্ক ত্বকের পরিচর্যা না-করলে ত্বক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ তাছাড়া, অনেকক্ষণ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকলেও ঠোঁট, মুখ শুষ্ক-রুক্ষ হয়ে যায়, ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হারায় । তাই খেয়াল রাখতে হবে ত্বকে যেন সময়মতো ময়েশ্চারাইজার করা হয় । আর যদি তা প্রাকৃতিক উপায়ে করতে পারেন তাহলে তো সবচেয়ে ভালো (Skin Care)।

Honey
মধু

রুক্ষ ও শুষ্ক ত্বকের জন্য মধু ভীষণ উপকারী ৷ মধু ত্বককে নরম ও ময়েশ্চারাইজার করতে সাহায্য করে ৷ এছাড়াও নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা ফেরায় ৷ ত্বকের যত্নে মধু রাখুন এবং আপনাকে সুন্দর করে তুলুন ৷ জেনে নিন, শুষ্ক ত্বককে উজ্জ্বল করে তুলতে মধুকে কীভাবে কাজে লাগাবেন ?

1) এক টেবিল চামচ মধুর সঙ্গে আধা চা-চামচ হলুদ গুঁড়ো ও আধা চা-চামচ গ্লিসারিন মিশিয়ে পেস্ট তৈরি করুন । মুখে ও গলায় এই পেস্টটি লাগিয়ে শুকোতে দিন । কিছুক্ষণ রাখার পরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন ৷ এতে ত্বকে উজ্জ্বলতা ফিরতে সাহায্য করে ৷

Turmeric
হলুদ

2) এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ পাকা কলার পেস্ট ভালো করে মিশিয়ে নিন । প্যাকটি মুখে লাগিয়ে রেখে 30 মিনিট মতো রেখে দিন । শুুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন ৷ নরম তোয়ালে দিয়ে মুছে ক্রিম ব্যবহার করতে পারেন এতে ত্বক নরম থাকবে ৷

Banana
কলা

3) এক টেবিল চামচ বেসন, দুই টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন । পেস্টটি মুখে লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ । তারপর কিছুক্ষণ রেখে দিন । একেবারে শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন । পরে কটন বল দিয়ে মুছে নিতে পারেন ৷

Milk
দুধ

4) দুই চা-চামচ মধুর সঙ্গে এক চা-চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান । আধঘণ্টা রেখে দিন ৷ তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন ৷ এতে ত্বক শুষ্কতা থেকে বাঁচবে ৷

Aloevera
অ্যলোভেরা

আরও পড়ুন: আপনি যদি ত্বক সংক্রান্ত সমস্যা এড়াতে চান, তাহলে মেনে চলুন এইগুলি

হায়দরাবাদ: অনেকেই আছেন যারা সারাবছর শুষ্ক ত্বকের সমস্যাতে ভোগেন ৷ আর এই শুষ্ক ত্বকের জন্য দরকার পরিচর্যা ৷ এই শুষ্ক ত্বকের পরিচর্যা না-করলে ত্বক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ তাছাড়া, অনেকক্ষণ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকলেও ঠোঁট, মুখ শুষ্ক-রুক্ষ হয়ে যায়, ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হারায় । তাই খেয়াল রাখতে হবে ত্বকে যেন সময়মতো ময়েশ্চারাইজার করা হয় । আর যদি তা প্রাকৃতিক উপায়ে করতে পারেন তাহলে তো সবচেয়ে ভালো (Skin Care)।

Honey
মধু

রুক্ষ ও শুষ্ক ত্বকের জন্য মধু ভীষণ উপকারী ৷ মধু ত্বককে নরম ও ময়েশ্চারাইজার করতে সাহায্য করে ৷ এছাড়াও নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা ফেরায় ৷ ত্বকের যত্নে মধু রাখুন এবং আপনাকে সুন্দর করে তুলুন ৷ জেনে নিন, শুষ্ক ত্বককে উজ্জ্বল করে তুলতে মধুকে কীভাবে কাজে লাগাবেন ?

1) এক টেবিল চামচ মধুর সঙ্গে আধা চা-চামচ হলুদ গুঁড়ো ও আধা চা-চামচ গ্লিসারিন মিশিয়ে পেস্ট তৈরি করুন । মুখে ও গলায় এই পেস্টটি লাগিয়ে শুকোতে দিন । কিছুক্ষণ রাখার পরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন ৷ এতে ত্বকে উজ্জ্বলতা ফিরতে সাহায্য করে ৷

Turmeric
হলুদ

2) এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ পাকা কলার পেস্ট ভালো করে মিশিয়ে নিন । প্যাকটি মুখে লাগিয়ে রেখে 30 মিনিট মতো রেখে দিন । শুুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন ৷ নরম তোয়ালে দিয়ে মুছে ক্রিম ব্যবহার করতে পারেন এতে ত্বক নরম থাকবে ৷

Banana
কলা

3) এক টেবিল চামচ বেসন, দুই টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন । পেস্টটি মুখে লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ । তারপর কিছুক্ষণ রেখে দিন । একেবারে শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন । পরে কটন বল দিয়ে মুছে নিতে পারেন ৷

Milk
দুধ

4) দুই চা-চামচ মধুর সঙ্গে এক চা-চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান । আধঘণ্টা রেখে দিন ৷ তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন ৷ এতে ত্বক শুষ্কতা থেকে বাঁচবে ৷

Aloevera
অ্যলোভেরা

আরও পড়ুন: আপনি যদি ত্বক সংক্রান্ত সমস্যা এড়াতে চান, তাহলে মেনে চলুন এইগুলি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.