হায়দরাবাদ: টম্যাটো খাওয়া যেমন উপকার তেমনি ত্বকের জন্যও তা ভীষণ উপকারী ৷ জেনে নিন কীভাবে টম্যাটো দিয়ে ত্বকের যত্ন নেবেন ৷ (Tomatoes for skin care) ৷
1) ত্বক স্বাভাবিক ও উজ্জ্বল করতে: একটা বড় টম্যাটোর রস, এক চা চামচ গোলাপজল নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন ৷ পরে ত্বকে লাগিয়ে 15-20 মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে । এটা সপ্তাহে তিনদিন ব্যবহার করলে রোদের পোড়া দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে ।
2) ত্বকের উজ্জ্বলতা বাড়াতে: একটি টম্যাটোকে পেস্ট করে নিয়ে তারমধ্যে বেসন, তিন-চার ফোঁটা মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে ৷ এরপর সারামুখে লাগিয়ে 15-20 মিনিট ত্বকে রেখে শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে । সপ্তাহে চারদিন ব্যবহার করলে উপকার পাওয়া যাবে ।
4) টোনার হিসেবে টম্যাটো: স্কিন টোনার হিসেবে টম্যাটো রস ব্যবহার করা যেতে পারে । এতে ত্বক নরম ও কোমল থাকবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ।
আরও পড়ুন: ঠোঁট হবে গোলাপের মতো গোলাপি ! জানুন গোপন ঘরোয়া উপায়
5) অ্যাকনে মুক্ত ত্বকের যত্নে: যাদের ব্রণের প্রবণতা বেশি তাদের জন্য টমেটো খুবই উপকারী । নিয়মিত টম্যাটো ব্যবহারের ফলে আস্তে আস্তে ব্রণ কমে আসবে এবং দাগও চলে যাবে ।
6) দাগমুক্ত উজ্জ্বল ও ফর্সা ত্বকের জন্য: ত্বকে দাগ কারই বা ভালোলাগে। যতই মেকআপ করা হোক না কেন, মনকে সায় দেওয়া যায় না ৷ তাই টম্যাটো দিয়ে যদি ত্বকের যত্ন নেওয়া যায় তাহলে দাগ আস্তে আস্তে চলে যাবে ।