ETV Bharat / sukhibhava

Rules For Rapid Antigen Test: ঘরে বসে করোনা পরীক্ষা করার আগে মাথায় রাখুন কিছু বিষয়

ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা আরএটি আসার পর জলের মতই সহজ হয়ে গিয়েছে করোনা পরীক্ষা ৷ তবে টেস্ট কিটগুলি সঠিক ভাবে ব্যবহার করার জন্য কিছু বিষয় মাথায় রাখা খুবই প্রয়োজনীয় (Some Rules you need to follow For Rapid Antigen Test)৷

Rules For Rapid Antigen Test
ঘরে বসে করোনা পরীক্ষা করার আগে মাথায় রাখুন কিছু বিষয়
author img

By

Published : Feb 11, 2022, 4:07 PM IST

ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা আরএটি আসার পর থেকে আরও অনেকখানি সহজ হয়ে গিয়েছে কোভিড টেস্ট ৷ কিন্তু আমরা কি সত্য়িই এই টেস্ট কিটগুলি সঠিকভাবে ব্য়বহার করছি ? টেস্ট কিটগুলি সঠিক ভাবে ব্যবহার করার জন্য কিছু বিষয় মাথায় রাখা খুবই প্রয়োজনীয় (Follow these tips to use Rapid Antigen Test kit)৷

Rules For Rapid Antigen Test
Rapid Antigen Test বা আরএটি আসার পর জলের মতই সহজ হয়ে গিয়েছে করোনা পরীক্ষা
  1. টেস্ট কিটগুলি সঠিক তাপমাত্রায় রাখা: টেস্ট কিটগুলিকে সবসময় 2-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে ৷ অন্যথায় তাপমাত্রার হেরফেরে প্রোটিনের গঠনে চিরস্থায়ী পরিবর্তন চলে আসতে পারে ৷ ঠিক যেমন ডিম ভাজা করলে তার পরিবর্তন ঘটে যায় ৷
  2. ফ্রিজ থেকে বের করেই কিট ব্যবহার করবেন না: ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গেই কিটটি ব্যবহার করবেন না ৷ এতে সঠিক ফলাফল পাওয়ার সম্ভবনা কমে যাবে ৷ ফ্রিজ থেকে বের করে অন্তত 30 মিনিট বাইরে রাখার পরেই টেস্ট করুন ৷
  3. আউট-অফ-ডেট হয়ে গেছে কিনা দেখে নিন: ব্যবহার করার আগে কিটটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে কিনা তা অবশ্য়ই দেখে নিন ৷ এর কার্টনের ওপরেই কতদিন ব্যবহার করা যাবে সেই তারিখ দেখতে পাবেন ৷
  4. বেশি তাড়াতাড়ি প্য়াকেট খুলবেন না: পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হলে তবে কিটটি প্য়াকেট থেকে বের করুন ৷ বেশি আগে থেকে খুলে রাখলে পরীক্ষার ফলাফল ভুল আসতে পারে ৷
  5. ভাইরাসের সংস্পর্শে আসার পর খুব তাড়াতাড়ি অথবা খুব দেরিতে পরীক্ষা করাবেন না : একদল গবেষকের মতে, ভাইরাসের সংস্পর্শে আসার দু‘দিনের মধ্যে আরএটিতে সার্স কোভ-2 ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে না ৷ এমনকি আক্রান্ত হওয়ার পর সাত আট দিন কেটে গেলেও আরএটি কিটে একই সমস্যা হয় ৷
  6. বিভিন্ন কিটের ব্য়বহার বিভিন্ন রকম : কোনও কোনও কিটের ক্ষেত্রে নাকের থেকে সোয়াব ব্যবহার করা হয় আবার কোনও কোনও ক্ষেত্রে স্যালাইভা বা লালারস ব্যবহৃত হয় ৷ এমনকি নমুনার কত ফোঁটা দিতে হবে তাও বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকম ৷ তাই ব্যবহার করার আগে নিয়ম বিধিগুলি ভাল করে দেখে নিন ৷
  7. পরীক্ষার কিট ব্যবহার পদ্ধতির দিকে নজর দিন : কোনওভাবেই নমুনা নেওয়ার জন্য ব্যবহৃত দন্ডের ডগাটিতে হাত দেবেন না, এতে ফলাফল সম্পূর্ণ বদলে যেতে পারে ৷
  8. নমুনা গ্রহণের পদ্ধতি : নাক থেকে নমুনা গ্রহণের আগে ভাল করে কয়েকবার শ্বাসপ্রশ্বাস নিন ৷ এরপর সোয়াব নেওয়ার জন্য় পরবর্তী কৌশলটি ব্য়বহার করুন ৷
  9. সোয়াব গ্রহণের যে বিষয়গুলির দিকে নজর দেওয়া প্রয়োজন : নমুনা গ্রহণের সময় মনে রাখতে হবে, আপনি কেবল নাসারন্ধ্রের ভিতর থেকেই সোয়াব নিতে চাইছেন না, তাই দন্ডটিকে অন্তত 2-3 সেমি ভিতরে নিয়ে যেতে হবে এবং তারপর ঠিক ততবার নমুনা নিতে হবে যতবার নেওয়ার কথা আপনার কিটের ব্যবহার বিধিতে বলা রয়েছে ৷ একইভাবে অন্য়দিক থেকেও নমুনা নিয়ে রাখতে হবে ৷ সাধারণত ছোটদের ক্ষেত্রে বাবা-মা যদি কাজটি করে দেন তাহলেই ভাল হয় ৷
  10. সোয়াবে রক্ত লেগে গেলে ফলাফল ভুল আসবে : মনে রাখবেন সোয়াবে যদি রক্ত লেগে যায় তাহলে ঠিক ফল পাবেন না ৷ তাই রক্ত পড়া বন্ধ হলে তবেই আবার টেস্ট করতে হবে ৷
  11. স্যালাইভা টেস্টের নিয়ম : লালারস পরীক্ষার 30 মিনিট আগে খাওয়া দাওয়া, পানীয়, ধূমপান, দাঁত মাজা থেকে বিরত থাকতে হবে ৷ নাহলে ফলাফল ভুল আসতে পারে
  12. কিভাবে ফলাফল দেখবেন: ফলাফলে দুটি লাইন আসা মানে আপনি পজিটিভ ৷ C তে একটি লাইন আসা মানে আপনি নেগেটিভ NOT C আসা মানে টেস্টে কোনও ভুল হয়েছে ৷ কোনও লাইন যদি না আসে তাহলেও আপনাকে ফের একবার পরীক্ষা করতে হবে ৷ এক্ষেত্রে T মানে হল টেস্ট ৷
  13. ঠিকভাবে কিটটি ফেলতে হবে : পরীক্ষার পর অবশ্য়ই কিটটিকে মু্খবন্ধ প্লাসটিক ব্যাগে ভরে তবেই ডাস্টবিনে ফেলুন ৷

ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা আরএটি আসার পর থেকে আরও অনেকখানি সহজ হয়ে গিয়েছে কোভিড টেস্ট ৷ কিন্তু আমরা কি সত্য়িই এই টেস্ট কিটগুলি সঠিকভাবে ব্য়বহার করছি ? টেস্ট কিটগুলি সঠিক ভাবে ব্যবহার করার জন্য কিছু বিষয় মাথায় রাখা খুবই প্রয়োজনীয় (Follow these tips to use Rapid Antigen Test kit)৷

Rules For Rapid Antigen Test
Rapid Antigen Test বা আরএটি আসার পর জলের মতই সহজ হয়ে গিয়েছে করোনা পরীক্ষা
  1. টেস্ট কিটগুলি সঠিক তাপমাত্রায় রাখা: টেস্ট কিটগুলিকে সবসময় 2-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে ৷ অন্যথায় তাপমাত্রার হেরফেরে প্রোটিনের গঠনে চিরস্থায়ী পরিবর্তন চলে আসতে পারে ৷ ঠিক যেমন ডিম ভাজা করলে তার পরিবর্তন ঘটে যায় ৷
  2. ফ্রিজ থেকে বের করেই কিট ব্যবহার করবেন না: ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গেই কিটটি ব্যবহার করবেন না ৷ এতে সঠিক ফলাফল পাওয়ার সম্ভবনা কমে যাবে ৷ ফ্রিজ থেকে বের করে অন্তত 30 মিনিট বাইরে রাখার পরেই টেস্ট করুন ৷
  3. আউট-অফ-ডেট হয়ে গেছে কিনা দেখে নিন: ব্যবহার করার আগে কিটটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে কিনা তা অবশ্য়ই দেখে নিন ৷ এর কার্টনের ওপরেই কতদিন ব্যবহার করা যাবে সেই তারিখ দেখতে পাবেন ৷
  4. বেশি তাড়াতাড়ি প্য়াকেট খুলবেন না: পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হলে তবে কিটটি প্য়াকেট থেকে বের করুন ৷ বেশি আগে থেকে খুলে রাখলে পরীক্ষার ফলাফল ভুল আসতে পারে ৷
  5. ভাইরাসের সংস্পর্শে আসার পর খুব তাড়াতাড়ি অথবা খুব দেরিতে পরীক্ষা করাবেন না : একদল গবেষকের মতে, ভাইরাসের সংস্পর্শে আসার দু‘দিনের মধ্যে আরএটিতে সার্স কোভ-2 ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে না ৷ এমনকি আক্রান্ত হওয়ার পর সাত আট দিন কেটে গেলেও আরএটি কিটে একই সমস্যা হয় ৷
  6. বিভিন্ন কিটের ব্য়বহার বিভিন্ন রকম : কোনও কোনও কিটের ক্ষেত্রে নাকের থেকে সোয়াব ব্যবহার করা হয় আবার কোনও কোনও ক্ষেত্রে স্যালাইভা বা লালারস ব্যবহৃত হয় ৷ এমনকি নমুনার কত ফোঁটা দিতে হবে তাও বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকম ৷ তাই ব্যবহার করার আগে নিয়ম বিধিগুলি ভাল করে দেখে নিন ৷
  7. পরীক্ষার কিট ব্যবহার পদ্ধতির দিকে নজর দিন : কোনওভাবেই নমুনা নেওয়ার জন্য ব্যবহৃত দন্ডের ডগাটিতে হাত দেবেন না, এতে ফলাফল সম্পূর্ণ বদলে যেতে পারে ৷
  8. নমুনা গ্রহণের পদ্ধতি : নাক থেকে নমুনা গ্রহণের আগে ভাল করে কয়েকবার শ্বাসপ্রশ্বাস নিন ৷ এরপর সোয়াব নেওয়ার জন্য় পরবর্তী কৌশলটি ব্য়বহার করুন ৷
  9. সোয়াব গ্রহণের যে বিষয়গুলির দিকে নজর দেওয়া প্রয়োজন : নমুনা গ্রহণের সময় মনে রাখতে হবে, আপনি কেবল নাসারন্ধ্রের ভিতর থেকেই সোয়াব নিতে চাইছেন না, তাই দন্ডটিকে অন্তত 2-3 সেমি ভিতরে নিয়ে যেতে হবে এবং তারপর ঠিক ততবার নমুনা নিতে হবে যতবার নেওয়ার কথা আপনার কিটের ব্যবহার বিধিতে বলা রয়েছে ৷ একইভাবে অন্য়দিক থেকেও নমুনা নিয়ে রাখতে হবে ৷ সাধারণত ছোটদের ক্ষেত্রে বাবা-মা যদি কাজটি করে দেন তাহলেই ভাল হয় ৷
  10. সোয়াবে রক্ত লেগে গেলে ফলাফল ভুল আসবে : মনে রাখবেন সোয়াবে যদি রক্ত লেগে যায় তাহলে ঠিক ফল পাবেন না ৷ তাই রক্ত পড়া বন্ধ হলে তবেই আবার টেস্ট করতে হবে ৷
  11. স্যালাইভা টেস্টের নিয়ম : লালারস পরীক্ষার 30 মিনিট আগে খাওয়া দাওয়া, পানীয়, ধূমপান, দাঁত মাজা থেকে বিরত থাকতে হবে ৷ নাহলে ফলাফল ভুল আসতে পারে
  12. কিভাবে ফলাফল দেখবেন: ফলাফলে দুটি লাইন আসা মানে আপনি পজিটিভ ৷ C তে একটি লাইন আসা মানে আপনি নেগেটিভ NOT C আসা মানে টেস্টে কোনও ভুল হয়েছে ৷ কোনও লাইন যদি না আসে তাহলেও আপনাকে ফের একবার পরীক্ষা করতে হবে ৷ এক্ষেত্রে T মানে হল টেস্ট ৷
  13. ঠিকভাবে কিটটি ফেলতে হবে : পরীক্ষার পর অবশ্য়ই কিটটিকে মু্খবন্ধ প্লাসটিক ব্যাগে ভরে তবেই ডাস্টবিনে ফেলুন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.