ETV Bharat / sukhibhava

Skin Tips শুধু সকালের প্রম নয়, ত্বকেরও যত্ন নিন কফি দিয়ে - ত্বকেরও যত্ন নিন কফি দিয়ে

ত্বকের জন্যও কফি ভীষণ উপকারী (Skin Tips)৷ দেখে নিন কীভাবে আপনি ত্বকের জন্য কফিকে ব্যবহার করবেন (Coffee For Skin Care) ৷

Skin Tips News
ত্বকেরও যত্ন নিন কফি দিয়ে
author img

By

Published : Aug 27, 2022, 5:35 PM IST

হায়দ্রাবাদ: ক্লান্তিভাব দূর করতে কফির জুড়ি মেলা ভার । সকালের ক্লান্তি হোক বা মানসিক চাপ আমরা প্রথমেই কফিকে বেছে নি ৷ তবে কফি শুধুমাত্র যে খাওয়ার ক্ষেত্রে কাজে লাগে এমনটা নয় ৷ ত্বকের জন্যও কফি ভীষণ উপকারী(Skin Tips) ৷ চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকে ব্যবহার করব (Coffee For Skin Care)

কফি দিয়ে ঘরোয়া উপায়ে বিভিন্ন স্ক্রাব তৈরি করা যায় ৷ এই কফি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ৷ কফি ত্বককে উজ্জ্বলও রাখে ৷ ব্রনর সমস্যা দূর করে ৷ নীচে দেখে নিন কম খরচে কয়েকটি কফির স্ক্রাব ৷

কফি ও লেবুর রসের স্ক্রাব: আপনি দুই টেবিল চামচ কফির গুড়ো নিন এবং দুই টেবিল চামচ মতো টকদই, এক চা চামচ নারকেল তেল এবং এক চামচ মতো লেবুর রস নিয়ে ভালো করে একটি মিশ্রন তৈরি করুন । তারপর সারামুখে ভালো করে লাগান ৷ 30 মিনিট মতো রেখে দিন । তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এতে ত্বকের কালো ভাব দূর করে ৷

কফি দারচিনি স্ক্রাব: হাফ কাপ কফি, এক কাপ নারকেল তেল, হাফ কাপ চিনি, এক চা চামচ দারুচিনির গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন ৷ স্নানের সময় এই স্ক্রাবটি সারা শরীরে ভালো করে লাগিয়ে নিতে পারেন ৷ তারপর 10-15 মিনিট মতো স্ক্রাব করুন ৷ তারপর ধুয়ে ফেলুন ৷ এতে আপনার ত্বক ভালো রাখবে ৷ ত্বকের তেল ভাব দূর হবে ৷

আরও পড়ুন: ত্বকের যত্নে নারকেল তেলের উপকারিতা

কফি, মধু ও দইয়ের স্ক্রাব: দুই চা চামচ কফি গুঁড়ো, দুই চামচ টক দই, এক চামচ মধু ভালো করে মেশাতে হবে । এই মিশ্রণ ভালো করে মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন ৷

কফি, অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল স্ক্রাব: অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল কফির সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরী করতে পারেন ৷ এই স্ক্রাব ব্যবহারে আপনার ত্বককে উজ্জ্বল থাকবে ৷

হায়দ্রাবাদ: ক্লান্তিভাব দূর করতে কফির জুড়ি মেলা ভার । সকালের ক্লান্তি হোক বা মানসিক চাপ আমরা প্রথমেই কফিকে বেছে নি ৷ তবে কফি শুধুমাত্র যে খাওয়ার ক্ষেত্রে কাজে লাগে এমনটা নয় ৷ ত্বকের জন্যও কফি ভীষণ উপকারী(Skin Tips) ৷ চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকে ব্যবহার করব (Coffee For Skin Care)

কফি দিয়ে ঘরোয়া উপায়ে বিভিন্ন স্ক্রাব তৈরি করা যায় ৷ এই কফি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ৷ কফি ত্বককে উজ্জ্বলও রাখে ৷ ব্রনর সমস্যা দূর করে ৷ নীচে দেখে নিন কম খরচে কয়েকটি কফির স্ক্রাব ৷

কফি ও লেবুর রসের স্ক্রাব: আপনি দুই টেবিল চামচ কফির গুড়ো নিন এবং দুই টেবিল চামচ মতো টকদই, এক চা চামচ নারকেল তেল এবং এক চামচ মতো লেবুর রস নিয়ে ভালো করে একটি মিশ্রন তৈরি করুন । তারপর সারামুখে ভালো করে লাগান ৷ 30 মিনিট মতো রেখে দিন । তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এতে ত্বকের কালো ভাব দূর করে ৷

কফি দারচিনি স্ক্রাব: হাফ কাপ কফি, এক কাপ নারকেল তেল, হাফ কাপ চিনি, এক চা চামচ দারুচিনির গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন ৷ স্নানের সময় এই স্ক্রাবটি সারা শরীরে ভালো করে লাগিয়ে নিতে পারেন ৷ তারপর 10-15 মিনিট মতো স্ক্রাব করুন ৷ তারপর ধুয়ে ফেলুন ৷ এতে আপনার ত্বক ভালো রাখবে ৷ ত্বকের তেল ভাব দূর হবে ৷

আরও পড়ুন: ত্বকের যত্নে নারকেল তেলের উপকারিতা

কফি, মধু ও দইয়ের স্ক্রাব: দুই চা চামচ কফি গুঁড়ো, দুই চামচ টক দই, এক চামচ মধু ভালো করে মেশাতে হবে । এই মিশ্রণ ভালো করে মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন ৷

কফি, অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল স্ক্রাব: অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল কফির সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরী করতে পারেন ৷ এই স্ক্রাব ব্যবহারে আপনার ত্বককে উজ্জ্বল থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.