ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় জানা গিয়েছে, বেশিরভাগ কোভিড রোগীর লক্ষণগুলি সংক্রামক নয় ৷ তবে কোভিড হলে অবশ্যই পাঁচদিনের জন্য আলাদা থাকতে হবে (Covid-19) । লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একটি দলের নেতৃত্বে করা সমীক্ষায় দেখা গিয়েছে, কোভিড-19 সংক্রমণের পরে সংক্রামকতা কতক্ষণ স্থায়ী হয় (long Covid Infectiousness lasts)।
গবেষকের এই দলটি কোভিড-19 আক্রান্ত কম উপসর্গ-যুক্ত 57 জনের উপর পরীক্ষা চালান ৷ গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে সংক্রামকতার গড় সময়কাল ছিল পাঁচদিন ৷ দেখা গিয়েছে, কোভিড উপসর্গ শুরু হওয়ার আগে পাঁচজন অংশগ্রহণকারীর মধ্যে মাত্র একজন সংক্রামক ছিলেন । দুই-তৃতীয়াংশের ক্ষেত্রে তাঁদের লক্ষণগুলি শুরু হওয়ার পাঁচদিন পরেও সংক্রামক ছিলেন ৷ গবেষকরা পরামর্শ দিয়েছেন, কোভিড আক্রান্ত ব্যক্তিরা উপসর্গ শুরু হওয়ার পরে পাঁচদিনের জন্য আলাদা থাকবেন এবং ছয়দিন পর কোভিড পরীক্ষা করাবেন । পরপর দু'দিন রিপোর্ট নেগেটিব হলে আইসোলেশন ছেড়ে যাওয়া নিরাপদ (Covid Infectiousness)।
যদি একজন ব্যক্তি পরীক্ষা চালিয়ে যান, তবে পরীক্ষা করার সময় তাঁদের বিচ্ছিন্ন থাকা উচিত তবে তাদের লক্ষণগুলি শুরু হওয়ার 10তম দিনে ডি-আইসোলেট হতে পারে । ইম্পেরিয়ালের এনআইএইচআর হেলথ প্রোটেকশন রিসার্চ ইউনিটের ডিরেক্টর অধ্যাপক অজিত লালভানি বলেন, "যখন থেকে প্রথম কেও ভাইরাসের সংস্পর্শে আসে তখন থেকে আমরা তাঁদের বাড়িতে নজরদারি করেছি ৷ তাঁরা সংক্রমণ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত প্রতিটা সময় তাদের দেখভাল করা হয়েছে (How long Covid Infectiousness lasts) ৷"
আরও পড়ুন: বিশ্বকে বদলে দিয়েছে এই 5টি ওষুধ
অধ্যয়নের আগে, লালভানি বলেছিলেন "আমরা সংক্রামকতার চিত্রের অর্ধেকটি হারিয়েছিলাম, কারণ কখন প্রথমবার SARS-CoV-2 এর সংস্পর্শে আসে এবং কখন তারা প্রথম সংক্রামক হয় তা জানা কঠিন ।" তিনি আরও বলেন, "এটি কোনও মহামারী নিয়ন্ত্রণের জন্য মৌলিক এবং সম্প্রদায়ের কোনও শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য পূর্বে সংজ্ঞায়িত করা হয়নি ৷"