ETV Bharat / sukhibhava

Cannabis গবেষণায় দেখা গিয়েছে যারা গাঁজা ব্যবহার করেন তাদের নিকোটিন পণ্য খাওয়ার প্রবণতা বেশি - গাঁজা

আমেরিকান জার্নাল অন অ্যাডিকশনে প্রকাশিত হয়েছে যারা ঔষধি গাঁজা ব্যবহার করেন তাঁদের সাধারণের তুলনায় নিকোটিন জাতীয় দ্রব্য সেবনের প্রবণতা বেশি (cannabis are more prone to consume nicotine products)।

Cannabis News
গবেষণায় দেখা গিয়েছে যারা গাঁজা ব্যবহার করেন তাদের নিকোটিন পণ্য খাওয়ার প্রবণতা বেশি
author img

By

Published : Aug 29, 2022, 9:24 PM IST

হায়দরাবাদ: একটি সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে, যারা ঔষধি গাঁজা ব্যবহার করেন তাঁদের অন্যদের তুলনায় নিকোটিন জাতীয় দ্রব্য সেবনের প্রবণতা বেশি (Study reveals people who use cannabis)। ডিসপেনসারির রোগীদের মধ্যে মেডিক্যাল মারিজুয়ানা নিয়ে এই পরীক্ষাটি চালানো হয়েছে ৷ আমেরিকান জার্নাল অন অ্যাডিকশন-এ প্রকাশিত হয়েছে এই সমীক্ষাটি (cannabis are more prone to consume nicotine products) ৷

মারিও স্কুল অফ ফার্মেসির রুটজার্স আর্নেস্টের একজন ক্লিনিকাল অধ্যাপক মেরি ব্রিজম্যান বলেছেন, "গাঁজা এবং নিকোটিনের একযোগে ব্যবহার একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় ৷ কিন্তু গাঁজা এবং নিকোটিন ব্যবহারের মধ্যে সম্পর্ক আছে একথা জানা যায় ঠিকই তবে মেডিক্যালে গাঁজা ব্যবহারকারীদের মধ্যে নিকোটিনের ব্যবহার কেমন তা সম্পর্কে খুব কমই জানা যায় ৷"

গবেষকরা 18 থেকে 89 বছর বয়সি 697 জন রোগীর ওপর এই পরীক্ষা চালান ৷ নিকোটিন এবং গাঁজা ব্যবহারের বিষয়টি নিয়ে পরীক্ষা চালাতে একটি মেডিক্যাল মারিজুয়ানা ডিসপেনসারিকে বেছে নিয়েছিলেন তাঁরা ৷ কীভাবে তাঁরা থেরাপিউটিক গাঁজা ব্যবহার করছেন সেটাই ছিল দেখার । তাঁরা দেখেছে যে 40 শতাংশের কাছাকাছি মেডিকেল মারিজুয়ানা ব্যবহারকারীরাও নিকোটিন ব্যবহার করেন ৷ যা প্রাপ্তবয়স্ক মার্কিন ধূমপানকারীদের তুলনায় 14 শতাংশ বেশি ।

সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে 75 শতাংশ অংশগ্রহণকারী ভেপিংয়ের পরিবর্তে গাঁজাকে বেছে নিয়েছেন ৷ অন্যদিকে প্রায় 80 শতাংশ ধূমপায়ী জানিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে তাঁরা সিগারেট ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন । রুটগার্স রবার্ট উড জনসন মেডিকেল স্কুলের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক এবং গবেষণার সহ-লেখক মার্ক স্টাইনবার্গের কথায়, "স্বাস্থ্যগত উদ্বেগের কারণে মেডিকেল মারিজুয়ানা ডিসপেনসারিগুলি গাঁজার পরিবর্তে ভেপ করার পরামর্শ দেয় ঠিকই, তবে যারা সিগারেট খায় শুধুই এই পরামর্শ তাঁদের উৎসাহিত করে তা ভাবা ঠিক নয় ৷"

আরও পড়ুন: কলার খোসার তৈরি কুকিজ খুবই স্বাস্থ্যকর, বলছে গবেষনা

স্টেইনবার্গ যোগ করেছেন,"মেডিক্যাল ক্যানেবিস ব্যবহারকারীরা অনেকেই যেমন নিকোটিনের মাত্রা বাড়িয়ে দেন তেমন অনেকেই নিকোটিন ছাড়তে এটি ব্যবহার করেন ৷ তাই এই স্ট্রাটেজি এমন সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে যে একজন মেডিকেল গাঁজা ব্যবহারকারী ভেপ(গাঁজা) শুরু করবেন ৷ যা ধূমপানের চেয়ে কম ক্ষতিকারক পথ।"

হায়দরাবাদ: একটি সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে, যারা ঔষধি গাঁজা ব্যবহার করেন তাঁদের অন্যদের তুলনায় নিকোটিন জাতীয় দ্রব্য সেবনের প্রবণতা বেশি (Study reveals people who use cannabis)। ডিসপেনসারির রোগীদের মধ্যে মেডিক্যাল মারিজুয়ানা নিয়ে এই পরীক্ষাটি চালানো হয়েছে ৷ আমেরিকান জার্নাল অন অ্যাডিকশন-এ প্রকাশিত হয়েছে এই সমীক্ষাটি (cannabis are more prone to consume nicotine products) ৷

মারিও স্কুল অফ ফার্মেসির রুটজার্স আর্নেস্টের একজন ক্লিনিকাল অধ্যাপক মেরি ব্রিজম্যান বলেছেন, "গাঁজা এবং নিকোটিনের একযোগে ব্যবহার একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় ৷ কিন্তু গাঁজা এবং নিকোটিন ব্যবহারের মধ্যে সম্পর্ক আছে একথা জানা যায় ঠিকই তবে মেডিক্যালে গাঁজা ব্যবহারকারীদের মধ্যে নিকোটিনের ব্যবহার কেমন তা সম্পর্কে খুব কমই জানা যায় ৷"

গবেষকরা 18 থেকে 89 বছর বয়সি 697 জন রোগীর ওপর এই পরীক্ষা চালান ৷ নিকোটিন এবং গাঁজা ব্যবহারের বিষয়টি নিয়ে পরীক্ষা চালাতে একটি মেডিক্যাল মারিজুয়ানা ডিসপেনসারিকে বেছে নিয়েছিলেন তাঁরা ৷ কীভাবে তাঁরা থেরাপিউটিক গাঁজা ব্যবহার করছেন সেটাই ছিল দেখার । তাঁরা দেখেছে যে 40 শতাংশের কাছাকাছি মেডিকেল মারিজুয়ানা ব্যবহারকারীরাও নিকোটিন ব্যবহার করেন ৷ যা প্রাপ্তবয়স্ক মার্কিন ধূমপানকারীদের তুলনায় 14 শতাংশ বেশি ।

সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে 75 শতাংশ অংশগ্রহণকারী ভেপিংয়ের পরিবর্তে গাঁজাকে বেছে নিয়েছেন ৷ অন্যদিকে প্রায় 80 শতাংশ ধূমপায়ী জানিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে তাঁরা সিগারেট ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন । রুটগার্স রবার্ট উড জনসন মেডিকেল স্কুলের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক এবং গবেষণার সহ-লেখক মার্ক স্টাইনবার্গের কথায়, "স্বাস্থ্যগত উদ্বেগের কারণে মেডিকেল মারিজুয়ানা ডিসপেনসারিগুলি গাঁজার পরিবর্তে ভেপ করার পরামর্শ দেয় ঠিকই, তবে যারা সিগারেট খায় শুধুই এই পরামর্শ তাঁদের উৎসাহিত করে তা ভাবা ঠিক নয় ৷"

আরও পড়ুন: কলার খোসার তৈরি কুকিজ খুবই স্বাস্থ্যকর, বলছে গবেষনা

স্টেইনবার্গ যোগ করেছেন,"মেডিক্যাল ক্যানেবিস ব্যবহারকারীরা অনেকেই যেমন নিকোটিনের মাত্রা বাড়িয়ে দেন তেমন অনেকেই নিকোটিন ছাড়তে এটি ব্যবহার করেন ৷ তাই এই স্ট্রাটেজি এমন সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে যে একজন মেডিকেল গাঁজা ব্যবহারকারী ভেপ(গাঁজা) শুরু করবেন ৷ যা ধূমপানের চেয়ে কম ক্ষতিকারক পথ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.