ETV Bharat / sukhibhava

COVID effects on Gut Health : অন্ত্রের জন্য়ও মারাত্মক ক্ষতিকর হতে পারে করোনা, বলছে গবেষণা - COVID Effects ON Gut Health

মানুষের শরীরের অন্যান্য় অঙ্গের ক্ষতি সাধন করার পাশাপাশি অন্ত্রের জন্য়ও ক্ষতিকর হতে পারে করোনা ( Link between COVID and gut health) ৷ এমনটাই বলছে গবেষণা ৷

COVID Effects ON Gut Health
অন্ত্রের জন্য়ও মারাত্মক ক্ষতিকর হতে পারে করোনা: গবেষণা
author img

By

Published : Feb 19, 2022, 6:15 PM IST

হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি : কোভিড কি মানুষের শরীরের অন্যান্য় অঙ্গের পাশাপাশি অন্ত্রের জন্য়ও ক্ষতিকর হতে পারে (Link between COVID and gut health) ? এ ব্যাপারে সঠিক তথ্য জানতেই সম্প্রতি করোনায় মৃত কিছু রোগীর অন্ত্রের উপর গবেষণা চালানো হয়েছিল ৷ মৃত রোগীদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের নমুনা নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন গবেষকরা ৷ অন্ত্রের লিম্ফয়েড টিস্যু সাধারণত 'মাইক্রোবিয়াল পপুলেশন' বজায় রাখে যা সুস্থ শরীরের জন্য খুবই জরুরি ৷ গবেষকরা দেখেছেন যে সিস্টেমটি এই মাইক্রোবিয়াল কমিউনিটি-কে নিয়ন্ত্রণ করে যা সাধারণত পেয়ার প্যাচ বলে পরিচিত, তা করোনায় মারত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ অন্ত্রে ভাইরাস থাকুক বা না থাকুক প্রত্য়েক রোগীর এই একই অবস্থা হয়েছে ৷

কোভিডে অনেকেই খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন ৷ কেউ প্রবল জ্বর বা শ্বাসকষ্টে ভুগেছেন, কারও আবার ডায়রিয়া বা বমিও শুরু হয়েছে ৷ যার ফলে এর সঙ্গে অন্ত্রের যে যোগ রয়েছে এনিয়ে কোনও সন্দেহ নেই ৷ লন্ডনের কিংস কলেজের অধ্যাপক জো স্পেন্সার বলেন, "এই গবেষণা এটাই দেখায় যে গুরুতর করোনার ক্ষেত্রে ইমিউন সিস্টেমের প্রধান প্রধান উপাদানগুলি ক্ষতিগ্রস্ত হয়ই, তাতে অন্ত্র সার্স কোভ-2 এ আক্রান্ত হোক বা না হোক ৷ অন্ত্রের মাইক্রোবিয়াল পপুলেশনের ক্ষতি সাধনের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে এই ভাইরাসের ৷"

আরও পড়ুন: অকালে পাক ধরছে চুলে ? জেনে নিন আসল কারণ

পেয়ার প্যাচ থেকে নেওয়া নমুনায় দেখা গিয়েছে, লিম্ফোয়েড ফলিকলের একটি গোষ্ঠী যা ছোট অন্ত্রের সঙ্গে যুক্ত তার চরিত্র একেবারে স্বাধীনভাবে বদলে গিয়েছে ৷ করোনায় মৃত রোগীদের শরীরে দেখা গিয়েছে, অন্ত্রের যে জীবাণুকেন্দ্রগুলি অ্যান্টিবডি উৎপাদনকারী কোষগুলির উৎপাদনে সহয়তা করে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গবেষকরা এও বলেন, ব্যক্তি যদি ইতিমধ্য়েই আক্রান্ত হন তবে ওরাল ভ্য়াকসিন কোনও কাজে আসবে না ৷ কারণ এক্ষেত্রে অন্ত্রের প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেকটা কমে যায় ৷

হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি : কোভিড কি মানুষের শরীরের অন্যান্য় অঙ্গের পাশাপাশি অন্ত্রের জন্য়ও ক্ষতিকর হতে পারে (Link between COVID and gut health) ? এ ব্যাপারে সঠিক তথ্য জানতেই সম্প্রতি করোনায় মৃত কিছু রোগীর অন্ত্রের উপর গবেষণা চালানো হয়েছিল ৷ মৃত রোগীদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের নমুনা নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন গবেষকরা ৷ অন্ত্রের লিম্ফয়েড টিস্যু সাধারণত 'মাইক্রোবিয়াল পপুলেশন' বজায় রাখে যা সুস্থ শরীরের জন্য খুবই জরুরি ৷ গবেষকরা দেখেছেন যে সিস্টেমটি এই মাইক্রোবিয়াল কমিউনিটি-কে নিয়ন্ত্রণ করে যা সাধারণত পেয়ার প্যাচ বলে পরিচিত, তা করোনায় মারত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ অন্ত্রে ভাইরাস থাকুক বা না থাকুক প্রত্য়েক রোগীর এই একই অবস্থা হয়েছে ৷

কোভিডে অনেকেই খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন ৷ কেউ প্রবল জ্বর বা শ্বাসকষ্টে ভুগেছেন, কারও আবার ডায়রিয়া বা বমিও শুরু হয়েছে ৷ যার ফলে এর সঙ্গে অন্ত্রের যে যোগ রয়েছে এনিয়ে কোনও সন্দেহ নেই ৷ লন্ডনের কিংস কলেজের অধ্যাপক জো স্পেন্সার বলেন, "এই গবেষণা এটাই দেখায় যে গুরুতর করোনার ক্ষেত্রে ইমিউন সিস্টেমের প্রধান প্রধান উপাদানগুলি ক্ষতিগ্রস্ত হয়ই, তাতে অন্ত্র সার্স কোভ-2 এ আক্রান্ত হোক বা না হোক ৷ অন্ত্রের মাইক্রোবিয়াল পপুলেশনের ক্ষতি সাধনের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে এই ভাইরাসের ৷"

আরও পড়ুন: অকালে পাক ধরছে চুলে ? জেনে নিন আসল কারণ

পেয়ার প্যাচ থেকে নেওয়া নমুনায় দেখা গিয়েছে, লিম্ফোয়েড ফলিকলের একটি গোষ্ঠী যা ছোট অন্ত্রের সঙ্গে যুক্ত তার চরিত্র একেবারে স্বাধীনভাবে বদলে গিয়েছে ৷ করোনায় মৃত রোগীদের শরীরে দেখা গিয়েছে, অন্ত্রের যে জীবাণুকেন্দ্রগুলি অ্যান্টিবডি উৎপাদনকারী কোষগুলির উৎপাদনে সহয়তা করে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গবেষকরা এও বলেন, ব্যক্তি যদি ইতিমধ্য়েই আক্রান্ত হন তবে ওরাল ভ্য়াকসিন কোনও কাজে আসবে না ৷ কারণ এক্ষেত্রে অন্ত্রের প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেকটা কমে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.