ETV Bharat / sukhibhava

Fashion Tips: পুজোর মরশুমে কীভাবে নজর কাড়বে ছেলেরা ? রইল দারুণ কিছু টিপস - Fashion Tips

শুধু মেয়েরা সাজগোজে করে নজর কাড়বেন এমন ভাবনার দিন চলে গিয়েছে ৷ ছেলেরাও এখন সাজগোজের ব্যাপারে পিছিয়ে নেই । পুজোর আগে দেখে নিন ছেলেদের সাজগোজের কিছু টিপস (Puja Fashion Tips) ৷

Fashion Tips News
পূজোর মরশুমে ছেলেদের পোষাক কেমন হবে তার কিছু টিপস
author img

By

Published : Aug 31, 2022, 11:24 AM IST

Updated : Aug 31, 2022, 3:31 PM IST

হায়দরাবাদ: সামনেই পুজো আর পুজো মানেই সাজগোজ ৷ পুজোর মরশুমে সাজগোজ করা হবে না এটা তো হতেই পারে না ৷ সাজগোজ মানে যে শুধু মেয়েদের বোঝায় এমনটিও নয় ৷ ছেলেদেরও সাজগোজ নিয়ে চিন্তা বদলে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে । সাজগোজের ব্যাপারে নিজেকে অন্যদের থেকে আলাদা করার প্রতিযোগিতা চলে ছেলেদের মধ্যেও । সবমিলিয়ে বলা যায় ছেলেদের সাজগোজে ব্যকরণটা আমূল বদলে গিয়েছে। আর তাই এই পুজোয় ছেলেদের সাজগোজ নিয়ে কিছু টিপস রইল আমাদের তরফে ৷ দেখে নিন একনজরে (Fashion Tips for Puja 2022) ৷

1) ডিজাইনার পাঞ্জাবি: পাঞ্জাবি মানেই বাঙালির ভালোবাসা ও আবেগ । যে কোনও অনুষ্ঠান বা বিয়েবাড়িতে পাঞ্জাবি, বাঙালি ছেলেদের একটা বড় অংশের কাছে সবচেয়ে প্রিয় পোশাক। তবে সাধারণ পাঞ্জাবি বদলে এবার পরতে পারেন নতুন ডিজাইনের কিছু পাঞ্জাবি যেমন- খেস বা কলোমকারি । আর পাঞ্জাবিতে বাহারের বোতাম ব্যবহার করলে তো কথাই নেই!

2) ডিজাইনার ধুতি: পাঞ্জাবির সঙ্গে সঙ্গে ধুতিও সাবেকিয়ানার প্রতীক । বিভিন্ন ব্রান্ডের পোশাকের ভিড়ে ধুতি পরার চল একটু কমেছে ঠিকই কিন্তু পুরনো বাঙালিয়ানা যেন নতুন ভাবে ফিরছে ৷ শট কুর্তা বা পাঞ্জাবির সঙ্গে বাহারি রঙের ডিজাইনার ধুতি ব্যবহার করলে আপনাকে আরও ভালো দেখতে লাগবে ।

আরও পড়ুন: ত্বকের বয়স ধরে রাখতে কলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, জানুন ব্যবহারের উপায়

3) স্যুট : পুজোতে পুরুষদের বিভিন্ন ধরনের ডিজাইন স্যুট পরলেও দারুণ মানাবে কিন্তু। তার সঙ্গে মানানসই ঘড়ি আর বেল্টও পরতে হবে । তবে শুধু পোশাক নয়, ত্বকের খেয়ালও অবশ্যই রাখতে হবে ৷ মনে রাখবেন পোশাক এবং ত্বকের যুগলবন্দিতেই আপনি হয়ে উঠবেন সবার চেয়ে আলাদা ।

হায়দরাবাদ: সামনেই পুজো আর পুজো মানেই সাজগোজ ৷ পুজোর মরশুমে সাজগোজ করা হবে না এটা তো হতেই পারে না ৷ সাজগোজ মানে যে শুধু মেয়েদের বোঝায় এমনটিও নয় ৷ ছেলেদেরও সাজগোজ নিয়ে চিন্তা বদলে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে । সাজগোজের ব্যাপারে নিজেকে অন্যদের থেকে আলাদা করার প্রতিযোগিতা চলে ছেলেদের মধ্যেও । সবমিলিয়ে বলা যায় ছেলেদের সাজগোজে ব্যকরণটা আমূল বদলে গিয়েছে। আর তাই এই পুজোয় ছেলেদের সাজগোজ নিয়ে কিছু টিপস রইল আমাদের তরফে ৷ দেখে নিন একনজরে (Fashion Tips for Puja 2022) ৷

1) ডিজাইনার পাঞ্জাবি: পাঞ্জাবি মানেই বাঙালির ভালোবাসা ও আবেগ । যে কোনও অনুষ্ঠান বা বিয়েবাড়িতে পাঞ্জাবি, বাঙালি ছেলেদের একটা বড় অংশের কাছে সবচেয়ে প্রিয় পোশাক। তবে সাধারণ পাঞ্জাবি বদলে এবার পরতে পারেন নতুন ডিজাইনের কিছু পাঞ্জাবি যেমন- খেস বা কলোমকারি । আর পাঞ্জাবিতে বাহারের বোতাম ব্যবহার করলে তো কথাই নেই!

2) ডিজাইনার ধুতি: পাঞ্জাবির সঙ্গে সঙ্গে ধুতিও সাবেকিয়ানার প্রতীক । বিভিন্ন ব্রান্ডের পোশাকের ভিড়ে ধুতি পরার চল একটু কমেছে ঠিকই কিন্তু পুরনো বাঙালিয়ানা যেন নতুন ভাবে ফিরছে ৷ শট কুর্তা বা পাঞ্জাবির সঙ্গে বাহারি রঙের ডিজাইনার ধুতি ব্যবহার করলে আপনাকে আরও ভালো দেখতে লাগবে ।

আরও পড়ুন: ত্বকের বয়স ধরে রাখতে কলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, জানুন ব্যবহারের উপায়

3) স্যুট : পুজোতে পুরুষদের বিভিন্ন ধরনের ডিজাইন স্যুট পরলেও দারুণ মানাবে কিন্তু। তার সঙ্গে মানানসই ঘড়ি আর বেল্টও পরতে হবে । তবে শুধু পোশাক নয়, ত্বকের খেয়ালও অবশ্যই রাখতে হবে ৷ মনে রাখবেন পোশাক এবং ত্বকের যুগলবন্দিতেই আপনি হয়ে উঠবেন সবার চেয়ে আলাদা ।

Last Updated : Aug 31, 2022, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.