ETV Bharat / sukhibhava

Air Pollution in Winter: যে সব কারণে জ্বর-সর্দি দ্রুত সারে না, জেনে নিন - SICK PEOPLES NUMBER INCREASED DUE TO AQI POLLUTION

শীত মরশুমে বায়ু দূষণ বেড়ে যায় এবং মানুষকে সমস্যায় পড়তে হয় । দূষণের কারণে মানুষ যেখানে রোগে আক্রান্ত হচ্ছে, সেখানে অসুস্থ মানুষের সংখ্যাও প্রায় 20 শতাংশ বেড়েছে (Air Pollution in Winter)।

Air Pollution in Winter News
জ্বর-সর্দি যা 3 থেকে 5 দিনে ভালো হয়ে যায়
author img

By

Published : Jan 13, 2023, 10:21 PM IST

হায়দরাবাদ: শীতের মরশুমে বায়ুদূষণ প্রায়শই অনেকাংশে বেড়ে যায় ৷ যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যস্ত হয়ে পড়ে এবং মানুষ শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হয়। শিশু, বৃদ্ধ থেকে যুবক সবারই স্বাস্থ্যের অবনতি ঘটছে । এবার সর্দিতে ভুগলে সেরে ওঠার নামই নেই। জ্বর বা সর্দি যা মাত্র 3 থেকে 5 দিনে ভালো হয়ে যায়, সেখানে এই মরশুমে আরও দীর্ঘায়িত হয়। ক্রমবর্ধমান দূষণের কারণে মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে । হাসপাতালে পৌঁছনোর মানুষের সংখ্যাও প্রায় 15 থেকে 20 শতাংশ বেড়েছে । এই দূষণের কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে (Air Pollution in Winter)।

স্বাস্থ্য বিভাগও এই ​​ব্যাপারে অত্যন্ত সজাগ ও উদ্বিগ্ন । স্বাস্থ্য বিভাগের আধিকারিক ডা. চন্দনের মতে, ক্রমবর্ধমান দূষণ এবং ঠান্ডা 10 বছরের কম বয়সি শিশু এবং 50 বছরের বেশি বয়সি মানুষের জন্য অত্যন্ত মারাত্মক প্রমাণিত হচ্ছে।

বিশেষ আলাপচারিতায় তিনি বলেন, দূষণের কারণে বিপুল সংখ্যক মানুষ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে বেসরকারি ও সরকারি হাসপাতালে যাচ্ছেন । তিনি এর তিনটি কারণ স্পষ্টভাবে বলেছেন ৷ তিনি বলেন, যারা সকাল-সন্ধ্যা কাজের জন্য বাড়ি থেকে বের হচ্ছেন তারা বেশি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: শীতকালে দাঁতের ব্যথাকে হালকাভাবে নেবেন না, রইল চিকিৎসার পদ্ধতি

এই ক্রমবর্ধমান দূষণ তাদের জন্য খুবই মারাত্মক হয়ে উঠছে। এর সঙ্গে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তারাও দূষণের কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন । এর সঙ্গে যারা ইতিমধ্যেই অনেক রোগে ভুগছেন তারাও খুব বিরক্ত এবং দূষণ তাদের রোগ বৃদ্ধির একটি বড় কারণ বলে মনে হচ্ছে । আমরা যদি দূষণ এবং ঠান্ডা বৃদ্ধির কথা বলি, তাহলে আগামিদিনে এই অবস্থা আরও বিপজ্জনক হতে চলেছে । আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গিয়েছে, আগামিদিনে শীত আরও বাড়বে এবং পারদ আরও নামবে । তাই স্বাস্থ্যকর শরীরের প্রতি নজর দিন ৷

হায়দরাবাদ: শীতের মরশুমে বায়ুদূষণ প্রায়শই অনেকাংশে বেড়ে যায় ৷ যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যস্ত হয়ে পড়ে এবং মানুষ শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হয়। শিশু, বৃদ্ধ থেকে যুবক সবারই স্বাস্থ্যের অবনতি ঘটছে । এবার সর্দিতে ভুগলে সেরে ওঠার নামই নেই। জ্বর বা সর্দি যা মাত্র 3 থেকে 5 দিনে ভালো হয়ে যায়, সেখানে এই মরশুমে আরও দীর্ঘায়িত হয়। ক্রমবর্ধমান দূষণের কারণে মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে । হাসপাতালে পৌঁছনোর মানুষের সংখ্যাও প্রায় 15 থেকে 20 শতাংশ বেড়েছে । এই দূষণের কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে (Air Pollution in Winter)।

স্বাস্থ্য বিভাগও এই ​​ব্যাপারে অত্যন্ত সজাগ ও উদ্বিগ্ন । স্বাস্থ্য বিভাগের আধিকারিক ডা. চন্দনের মতে, ক্রমবর্ধমান দূষণ এবং ঠান্ডা 10 বছরের কম বয়সি শিশু এবং 50 বছরের বেশি বয়সি মানুষের জন্য অত্যন্ত মারাত্মক প্রমাণিত হচ্ছে।

বিশেষ আলাপচারিতায় তিনি বলেন, দূষণের কারণে বিপুল সংখ্যক মানুষ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে বেসরকারি ও সরকারি হাসপাতালে যাচ্ছেন । তিনি এর তিনটি কারণ স্পষ্টভাবে বলেছেন ৷ তিনি বলেন, যারা সকাল-সন্ধ্যা কাজের জন্য বাড়ি থেকে বের হচ্ছেন তারা বেশি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: শীতকালে দাঁতের ব্যথাকে হালকাভাবে নেবেন না, রইল চিকিৎসার পদ্ধতি

এই ক্রমবর্ধমান দূষণ তাদের জন্য খুবই মারাত্মক হয়ে উঠছে। এর সঙ্গে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তারাও দূষণের কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন । এর সঙ্গে যারা ইতিমধ্যেই অনেক রোগে ভুগছেন তারাও খুব বিরক্ত এবং দূষণ তাদের রোগ বৃদ্ধির একটি বড় কারণ বলে মনে হচ্ছে । আমরা যদি দূষণ এবং ঠান্ডা বৃদ্ধির কথা বলি, তাহলে আগামিদিনে এই অবস্থা আরও বিপজ্জনক হতে চলেছে । আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গিয়েছে, আগামিদিনে শীত আরও বাড়বে এবং পারদ আরও নামবে । তাই স্বাস্থ্যকর শরীরের প্রতি নজর দিন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.